Rafael Nadal Covid Positive: করোনা আক্রান্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল
Rafael Nadal Covid Positive: করোনা আক্রান্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল। গত সপ্তাহেই আবু ধাবিতে (abu dhabi) একটি প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন।
মাদ্রিদ: করোনা আক্রান্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল। নিজেই এই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্পেনের এই কিংবদন্তি টেনিস তারকা। গত সপ্তাহেই আবু ধাবিতে (abu dhabi) একটি প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন। সেখান থেকে স্পেনে ফেরার পথেই কোভিড আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে। নিজের ট্যুইটারে নাদাল বলেন, ''আমি করোনা আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে নিজের বাড়িতেই রয়েছি। আমার সংস্পর্শে যারা যারা এসেছেন, তাঁদেরও জানিয়ে রাখলাম। স্পেনে পা রাখার পরই কোভিড টেস্ট ও আরটিপিসিআর টেস্ট হয়েছিল আমার। তখনই পজিটিভ রিপোর্ট আসে।'' কুয়েত এং আবু ধাবুতি প্রতিবার টেস্টে নাদালের রিপোর্ট নেগেটিভই আসে। এমনকী শুক্রবারও (১৭ ডিসেম্বর) তাঁর যে টেস্ট করা হয়, তাতেও কিছু ধরা পড়েছিল না বলেই দাবি নাদালের। বর্তমানে তাঁর শারীরিক দিক থেকে কিছুটা অস্বস্তি হলেও তিনি দ্রুতই কোর্টে ফেরার বিষয়ে আশাবাদী।
Acabo de recibir la terrible noticia del fallecimiento de nuestro gran Manolo Santana. Como he dicho muchas veces en el pasado: mil gracias por lo que hiciste por nuestro país y por marcar el camino de tantos. Siempre fuiste un referente, un amigo y una persona cercana a todos.
— Rafa Nadal (@RafaelNadal) December 11, 2021
২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল গত সপ্তাহেই টেনিসের কোর্টে ফিরেছিলেন। আগামী ৪ জানুয়ারি থেকে মেলবোর্নে কোর্টে নামার কথা ছিল নাদালের। তিনি আরও লেখেন, ''বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমায় গোটা ক্যালেন্ডারটা নিয়েই ভাবনাচিন্তা করতে হবে। আমি নিজের শারীরিক উন্নতির ওপর নির্ভর করেই গোটা বিষটা বিশ্লেষণ করব। আমি ভবিষ্যতে কোন কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করব, সেই বিষয়ে আমি আপনাদের পরে জানাব।''
আরও পড়ুন: ওমিক্রণ আতঙ্ক, ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে নেই দর্শক