লর্ডসে চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন রশিদ, তামিম, শাকিব
দুবাই: আগামী ৩১ মে, ইংল্যান্ডের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চ্যারিটি টি-২০ ম্যাচে আইসিসি বিশ্ব একাদশের হয়ে অংশ নিতে দেখা যাবে আফগানিস্তানের শীর্ষস্থানীয় বোলার রশিদ খান এবং বাংলাদেশের শাকিব আল হাসান ও তামিম ইকবালকে।
গত বছরের হারিকেন-ঝড়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কয়েকটি স্টেডিয়ামের বিশাল ক্ষতি হয়। তার পুনর্নির্মানের জন্য অর্থ তুলতেই এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে। এই তিনজন ছাড়া এই ম্যাচে খেলবেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শোয়েব মালিক।
আইসিসি বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ডের ছোট ফর্ম্যাটের অধিনায়ক ইয়ন মর্গ্যান। অন্যদিকে, কার্লোস ব্রেথওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলে থাকবেন ক্রিস গেইল, মার্লন স্যামুয়েল্স, স্যামুয়েল বদ্রি ও আন্দ্রে রাসেল।
রশিদ বলেন, এই বিষয়টা আমার ও দেশের কাছে বিরাট গর্বের, যে ক্রিকেটের অন্যতম পুরনো এবং আনুগত্য সদস্যকে সহযোগিতা করতে আমাকে বাছা হয়েছে। এটা বলা অত্যুক্তি হবে না যে, ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান প্রজন্মের অনেকেই সাত থেকে নয়ের দশকে ওয়েস্ট ইন্ডিজের বিক্রমের দ্বারা অনুপ্রাণিত। তাই এখন ওয়েন্ট ইন্ডিজ যদি আমাদের সাহায্য চায়, তাহলে নির্দ্বিধায় তা করা উচিত।
তামিম ইকবাল জানান, আইসিসি বিশ্ব একাদশকে আরও একবার প্রতিনিধিত্ব করতে পেরে আমি উচ্ছ্বসিত। তিনিও স্বীকার করে নেন, ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই এখন, বাকি ক্রিকেটবিশ্ব যদি হাতে হাত মিলিয়ে সেখানকার ক্ষতিগ্রস্ত মাঠের পুনর্নির্মানে সাহায্য করে, তাহলে তা সানন্দে করা উচিত।
প্রসঙ্গত, হারিকেন ইরমা ও মারিয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি স্টেডিয়াম।