এক্সপ্লোর
Advertisement
চ্যাম্পিয়ন্স লিগের বিস্ফোরক ফাইনালে বাজিমাত রিয়াল মাদ্রিদের
মিলান: চ্যাম্পিয়ন্স লিগের বিস্ফোরক ফাইনালে বাজিমাত রিয়াল মাদ্রিদের। টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়ে ফের ইউরোপ সেরা ক্লাব রিয়েল। এই নিয়ে ১১ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়েলের।
এদিন ম্যাচের শুরু থেকেই রিয়েলের সহজাত পাস-ফুটবল। অ্যাটলেটিকোর দুর্ভেদ্য দেওয়ালের ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়া ঝটিতি আক্রমণ। সিমিওনে জোড়া মার্কারে রোনাল্ডোকে বোতলবন্দি করার চেষ্টা করলেও ভয়ঙ্কর হয়ে ওঠেন বেল। বক্সের কাছে বেলকে কড়া ট্যাকল করায় ফ্রি-কিক পায় রিয়েল মাদ্রিদ। সেই সেটপিস থেকে নিশ্চিত গোল বাঁচান অ্যাটলেটিকো গোলকিপার ওবলাক।
তবে সাফল্য এল ১৫ মিনিটর মাথায়। ক্রুজের ফ্রি-কিক থেকে বেলের দুরন্ত হেডারে ভাসিয়ে দেওয়া বল জালে জড়িয়ে দেয় ক্যাপ্টেন রামোস। এরপর বল-পজেশন বাড়িয়ে খেলার গতি কিছুটা কমানোর চেষ্টা করে জিদানের ছেলেরা। তখনই আক্রমণে উঠতে থাকে সিমিওনে ব্রিগেড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নাটক। পেনাল্টি বক্সের মধ্যেই তোরেসকে কড়া ট্যাকল করে বসেন পেপে। পেনাল্টি পায় অ্যাটলেটিকো। কিন্তু, সমর্থকদের যাবতীয় আশায় জল ঢেলে পেনাল্টি মিস করেন গ্রিজম্যান। বারপোস্টে লেগে ফিরে আসে তার শট।
এরপরই ডিফেন্সের খোলস ছেড়ে আক্রমণে ঝাঁপায় সিমিওনে অ্যান্ড কোম্পানি। বিপজ্জনক হয়ে ওঠেন কোকে, গ্রিজম্যানরা। সুফল মিলল শেষ পর্যন্ত। ৭৯ মিনিটের মাথায়। সমতা ফেরালেন কারাস্কো। অন্যদিকে, এদিন নিজের ছায়ারও ধারেকাছে পৌঁছতে পারেননি সি আর সেভেন। পুরোপুরি ফিটও মনে হয়নি তাঁকে। 9০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ১-১ হওয়ায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইম পর্যন্ত। কিন্তু, এক্সট্রা টাইমেও হল না লক্ষ্যভেদ। অগত্যা টাইব্রেকারই হয়ে দাঁড়াল ফাইনালের নিয়তি। নার্ভ ধরে রেখে টাইব্রেকারে নিখুঁত স্কোরিং বেল-রোনাল্ডোদের। ৫-৩ এ জয় রিয়েলের। দলের হয়ে জয়সূচক গোল রোনাল্ডোর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement