Sachin Tendulkar: হরমনপ্রীতদের শুভেচ্ছাবার্তা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মাস্টার ব্লাস্টার?
Asian Champions Trophy 2023: শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত, মনদীপদের জয়ের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
মুম্বই: মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেতাব জিতেছে ভারতীয় দল (Indian Hockey Team)। হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৩-১ এ পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত, মনদীপদের জয়ের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন শুভেচ্ছাবার্তায় কী লিখেছেন? মাস্টার ব্লাস্টার তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ''আরও একটা গর্বের মুহূর্ত আমাদের হকি দলের জন্য। ভারতীয় দলকে অনেক অনেক কুর্নিশ জানাচ্ছি।
Yet another shining moment for Indian hockey! Kudos to the Indian Men’s Hockey Team for their outstanding victory at the Asian Champions Trophy! 🥇🏑 #HockeyIndia #HACT2023pic.twitter.com/258VeWvsJ5
— Sachin Tendulkar (@sachin_rt) August 13, 2023
গতকাল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় হকি দল।
মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের এক স্বপ্নের কামব্যাকের সাক্ষী হয়ে থাকল গোটা বিশ্ব। মালয়েশিয়াকে হারিয়ে ভারতীয় হকি দল রেকর্ড চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তোলে। এই ম্য়াচেই এক সময় দুই গোলে পিছিয়ে পড়েছিল ভারত। তবে ১১ মিনিটের ঝড়ে তিন গোল দিয়ে ম্যাচের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেন হরমনপ্রীতরা। ৪-৩ শেষমেশ ম্যাচ জিতে খেতাব নিজেদের নামে করে ভারত।
এই গোটা টুর্নামেন্টই তামিলনাড়ুর চেন্নাইতে আয়োজিত হয়েছিল। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় হকি দলকে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন সকালে। এই শুভেচ্ছাবার্তার মাঝেই বড় ঘোষণা করলেন তামিলনাড়ুর প্রধানমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি সোশ্যাল মিডিয়ায় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরস্কারমূল্যের কথাও ঘোষণা করেন, 'দুরন্ত লড়াই করে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেওয়ার জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের দক্ষতা এবং লড়াকু মানসিকতারই পরিচয় দেয়..... আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতীয় দলের এই দুরন্ত জয়ের জন্য ১.১ কোটি টাকার পুরস্কারমূল্যের ঘোষণা করছি।'
পুরুষ হকি দলের এই দুর্দান্ত সাফল্যের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান হকি দলের এই সাফল্য দেশকে গর্বিত করেছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্যের জন্য আমাদের পুরুষ হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই টুর্নামেন্টে এটা ভারতের চতুর্থ সাফল্য। গোটা দলের সকলের অক্লান্ত পরিশ্রম, অনুশীলনে প্রচুর খাটা খাটনি এবং নাছোড়, হার না মানা মনোভাবেরই ফলস্বরূপ এই সাফল্য পেয়েছে ভারতীয় দল। গোটা দেশ তাদের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত। আমাদের দলের খেলোয়াড়দের ওদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'