এক্সপ্লোর
Advertisement
পাখি না সুপারম্যান, শেফিল্ড শিল্ডে চোখধাঁধানো ক্যাচ, দেখুন ভিডিও
মাটি থেকে উড়ে থাকা অবস্থাতেই ডান হাতে বল তালুবন্দি করেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে ‘সুপারম্যান স্যাম’-র যে ক্যাচ দেখে মুগ্ধ নেটিজেনরা।
মেলবোর্ন: ব্যাটের খোঁচা লেগে হঠাৎই এসে গিয়েছিল সুযোগ। কভারে দাঁড়ানো স্যাম হোয়াইটম্যানের থেকে বেশ কিছুটা দূর দিয়েই উড়ে যাচ্ছিল বল। যে সুযোগে অবশ্য পুরো শরীর ছুড়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ভিক্টোরিয়ার ক্রিকেটার। আর তারপরই মাটি থেকে উড়ে থাকা অবস্থাতেই ডান হাতে বল তালুবন্দি করা। অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে ‘সুপারম্যান স্যাম’-র যে ক্যাচ দেখে মুগ্ধ নেটিজেনরা।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভিক্টোরিয়া। অবশ্য উইল পুকোভস্কি ও মার্কাস হ্যারিস দারুণ ওপেনিং জুটিতে তাদের দলকে টানছিলেন। ১৯৯০ সালে স্টিভ ও মার্ক ওয় ভাতৃদ্বয়ের নিউ সাউথ ওয়েলসের হয়ে করা ৪৬৪ রানের ওপেনিং পার্টনারশিপ ভেঙে ৪৮৬ রান করে নতুন রেকর্ড গড়েন।
তাঁদের পার্টনারশিপ ভাঙতে যখন হন্যে হয়ে সুযোগের সন্ধানে তখনই প্রায় পড়ে পাওয়া চোদ্দ আনা কাজে লাগান স্যাম হোয়াইটম্যান। ম্যাথু কেলির বল লেগ সাইডে পাঠিয়ে সিঙ্গলস চুরি করে নিতে চেয়েছিলেন হ্যারিস। কিন্তু টাইমিংয়ের কিছুটা গলদে বল তাঁর ব্যাটের কানায় লেগে উড়ে যায় অফ সাইডের দিকে। আর সেই সুযোগই কাজে লাগিয়ে স্যাম হোয়াইটম্যানের অনবদ্য এই ক্যাচ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement