এক্সপ্লোর
ফেব্রুয়ারিতে সুইৎজারল্যান্ডে বরফে সহবাগ-শোয়েবদের টি-২০ ম্যাচ

নয়াদিল্লি: ফের মুখোমুখি লড়াইয়ে ভারত ও পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগ ও শোয়েব আখতার। তবে এবার ক্রিকেট মাঠের বদলে তাঁরা খেলবেন সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজ হ্রদের উপর। সুইস আল্পসের পাদদেশে এই হ্রদের জল জমে বরফ হয়ে যায়। তার উপরেই আগামী বছরের ৮ ও ৯ নভেম্বর টি-২০ ম্যাচ হবে। সহবাগ ও শোয়েব ছাড়াও খেলবেন মহম্মদ কাইফ, মাহেলা জয়বর্ধনে, লসিথ মালিঙ্গা, মাইকেল হাসি, গ্রেম স্মিথ, জ্যাক কালিস, ড্যানিয়েল ভেত্তোরি, নাথান ম্যাকালাম, গ্র্যান্ট ইলিয়ট, মন্টি পানেসর ও ওয়েইশ শাহ। ১৯৯৮ সাল থেকেই সেন্ট মরিৎজ হ্রদের উপর ক্রিকেট খেলা হচ্ছে। তবে এবারই প্রথম এতজন তারকা একসঙ্গে খেলবেন। এই ম্যাচ প্রসঙ্গে সহবাগ বলেছেন, ‘আমি সুইৎজারল্যান্ডে খেলারর বরফে খেলার কথা কখনও ভাবিনি। কিন্তু এবার সেটা হতে চলেছে। আমি এই অবিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। তাই হ্যাঁ বলার জন্য দু’মিনিট সময় নিয়েছি। সিরিয়াস ক্রিকেট না হলেও, বরফের উপর খেলা কঠিন হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















