এক্সপ্লোর
Advertisement
ধোনি 'কুলেস্ট ক্যাপ্টেন', বললেন আফ্রিদি, জানালেন পছন্দের ক্রিকেটারের নাম
টরেন্টো: মাঠে মাথা ঠাণ্ডা রাখার ক্ষেত্রে জুড়ি মেলা ভার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। ভারতীয় দলকে প্রায় ১০ বছর নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর শীতল মানসিকতা অনেক সময়ই দলের সাফল্যের ভিত গড়ে দিয়েছে। এজন্য অনুরাগীরা তাঁকে ক্যাপ্টেন কুল আখ্যা দিয়েছেন।
ধোনির নেতৃত্বে ভারত ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ এবং ২০১১-তে একদিনের বিশ্বকাপ জিতেছে। সেইসঙ্গে ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নেয় ভারত। পাশাপাশি, আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় পয়লা নম্বরে উঠে আসে ভারত ধোনির হাত ধরে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মাহির মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। ক্রিকেটাররাও ধোনির এই মনোভাবের প্রশংসা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটে ধোনিই কুলেস্ট ক্যাপ্টেন।
টরেন্টোতে একটি দ্রুত প্রশ্নোত্তর অনুষ্ঠানে আফ্রিদি ধোনি সম্পর্কে তাঁর ধারনার কথা জানিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন তাঁর পছন্দের ভারতীয় ক্রিকেটারের নাম। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেছেন, কোহলিই তাঁর পছন্দের সেরা ভারতীয় ক্রিকেটার।
এক অনুরাগীর প্রশ্নের উত্তরে ধোনি ও কোহলি সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন আফ্রিদি।Shahid Afridi: Pakistan needs 75 in 5 overs, you are at the crease, any batting partner you'd want? "Abdul Razzaq" If you could be anything else than a cricketer? "I'd be in the Army" Coolest captain in World Cricket? "MS Dhoni" Favourite Indian cricketer "Virat Kohli"
— Saj Sadiq (@Saj_PakPassion) May 11, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement