ঢাকা: নিলামের টেবিল থেকে তাঁকে ফের কিনে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে ফের সোনালি-বেগুনি জার্সিতে দেখা যাবে তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য দেশের প্রতিনিধিত্ব করছেন না শাকিব আল হাসান। যা নিয়ে বিতর্কও কম হয়নি। দেশের আগে ফ্র্যাঞ্চাইজি দলকে বেশি প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার, এমন অভিযোগও ওঠে। সেই বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং শাকিব। জানিয়ে দিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে।


বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে শাকিব বলেছেন, ‘গত কয়েক মাস ধরে একই কথা শুনে আমি বিরক্ত। আমি নাকি ইচ্ছে করে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে যাইনি। এমনকী, দেশের হয়ে টেস্ট খেলার ব্যাপারে আমার নাকি বিন্দুমাত্র ইচ্ছে নেই। দায়িত্ব নিয়ে বলছি এগুলো একেবারে মিথ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার আক্রম খানকে এই বিষয়ে একটি চিঠি লিখেছিলাম। সেখানে লিখেছিলাম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্যই আইপিএল খেলতে চাই। কিন্তু আক্রম খান একেবারে বিপরীত কথা বললেন। হয় উনি আমার দেওয়া চিঠি ঠিকমতো পড়েননি, অথবা আমাকে নিয়ে মিথ্যে বলছেন। কিন্তু উনি কেন এমন কাণ্ড করলেন সেই ব্যাখ্যা আমার কাছে নেই।‘


বড় ধাক্কা রাজস্থান শিবিরে, আইপিএলের শুরুতে হয়তো নেই আর্চার


আক্রম খানের বিরুদ্ধে বোমা ফাটালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন শাকিব। ক্রিকেট বোর্ডের প্রধানের উদ্দেশে শাকিব বলেছেন, ‘একজন ক্রিকেটারের স্বাধীন ভাবনা চিন্তা করার অধিকার থাকা উচিত। পাপন ভাই সেটাই করেছেন। বোর্ড প্রধান সঠিক কাজ করেছেন। আইপিএল খেলতে দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ জানাই।‘


ক্রিকেটারদের টিকা নয়, করোনা আক্রান্ত হলে ১০ দিনের নিভৃতবাস


সেই সঙ্গে শাকিব বলেছেন, 'আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিকের কয়েকটা ম্যাচ খেলছি। এমন নয় যে আমাদের সামনে ফাইনাল খেলার কোনও সুযোগ রয়েছে। বরং সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্ট আবার ভারতেই হবে। আমার মনে হয়েছে আইপিএল খেললে বিশ্বকাপের জন্য অনেক ভাল প্রস্তুতি নিতে পারব।'