শোয়েব আখতারকে সামলাতে সবচেয়ে সমস্যা হয়েছে, স্বীকারোক্তি ধোনির
লন্ডন: দীর্ঘ কেরিয়ারে বহু বোলারকে সংহার করতে দেখা গিয়েছে তাঁকে। বহু বোলারের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। বহু বোলারের কাছে এখনও ত্রাস। কিন্তু, সেই মহেন্দ্র সিংহ ধোনি জানালেন, পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের মুখোমুখি হওয়াটা ছিল সবচেয়ে কঠিন।
মাহি বলেন, ‘সব ফাস্ট বোলারকে সামলানোই কঠিন। আমার টেকনিক অতটা মজবুত না হওয়ায়, আমার তো সব বোলারকে বেশ কঠিন মনে হয়। তার মধ্যেও যদি কোনও একজনকে বলতে হয়, তাহলে আমি শোয়েব আখতারকে (কঠিনতম) বাছব।’
জীবনে ১০ বার আখতারের মুখোমুখি হয়েছেন ধোনি। পাঁচবার টেস্টে ও পাঁচবার একদিনের ম্যাচে। তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি ব্রেট লি, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, মর্নি মর্কেল এবং জেমস অ্যান্ডারসনের চেয়ে আখতারকে এগিয়ে রাখলেন।
ধোনি উত্তরে বলেন, সহজ বিষয়। আখতার জোরে বল করে। ও ইয়র্কার দিতে পারে, বাউন্সার দিতে পারে। কিন্তু, বিমার ছাড়ে না। উপরন্তু, ও কী বল করবে, এর আগাম আঁচ পাওয়া মুস্কিল। ফলে, ওকে খেলা বেশ উপভোগ্য।