Sports Highlights: ফের ব্যাটিং বিপর্যয় ভারতের, ইস্টবেঙ্গলেই থাকছেন ক্লেটন, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রবল চাপে ভারত। ক্লেটন সিলভাকে আরও এক বছরের জন্য সই করাল ইস্টবেঙ্গল এফসি। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
কোণঠাসা ভারত
ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। একমাত্র চেতেশ্বর পূজারা (Chesteshwar Pujara) ব্যতীত আর কোনও ব্যাটার তেমন সাফল্য পাননি। পূজারা একমাত্র ভারতীয় ব্যাটার যিনি দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছেন। প্রথম ইনিংসে ১০৯ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ মাত্র ১৬৩। তৃতীয় টেস্ট ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার ম্যাচের তৃতীয় দিনে প্রয়োজন মাত্র ৭৬ রান।
আশাবাদী পূজারা
৭৫ রানের মধ্যে কি অস্ট্রেলিয়াকে আটকে রাখা সম্ভব? অলৌকিক কিছুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পূজারা। বলেছেন, 'আমি জানি থেষ্ট রান হাতে নেই। কিন্তু এখান থেকেও জেতার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পিচে টানা রক্ষণ করতে থাকলে আচমকা একটা বল লাফিয়ে উঠে গ্লাভসে লেগে ক্যাচ উঠে যাবে।' পূজারা যোগ করেছেন, 'আলগা বল পেলেই আমি শট খেলেছি। লায়ন রাউন্ড দ্য উইকেট আসার পর ওর লাইন কিছুটা পাল্টে গিয়েছিল। অফস্টাম্প লাইনে না করে ও মিডল ও লেগস্টাম্পে বল করছিল। আমি শুধু প্রান্ত বদলে যেতে চাইছিলাম। স্কোয়্যার লেগে বল পাঠানোর চেষ্টা করছিলাম। কিন্তু উইকেট এত মন্থর যে, বলটা লেগস্লিপের হাতে চলে যায়। স্মিথ ক্যাচটা দুর্দান্তভাবে ধরেছে। আমি হতাশ। কারণ, অক্ষরের সঙ্গে একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল। আরও কিছু রান যোগ করতে পারতাম।'
ইস্টবেঙ্গলেই ক্লেটন
দলের তারকা স্ট্রাইকার ও সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভার (Clayton Silva) সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার এই ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। এ দিন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও এই খবর জানানো হয়।
বুমরা নিউজিল্যান্ডে?
পিঠের চোটের কারণে বিগত পাঁচ মাসে মাঠের বাইরেই রয়েছেন ভারতের (Team India) তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের কারণে তাঁর আসন্ন আইপিএলে খেলা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এরই মাঝে খবর তিনি নিজের অস্ত্রোপ্রচার করাতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে উড়ে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই (BCCI) ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তরফে এক কিউয়ি সার্জেন রোয়ান সোটেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলেই শোনা যাচ্ছে।