কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : একতলা বাড়ির ভিতরে সেপটিক ট্যাঙ্কের আদলে তৈরি করা হয়েছিল বাঙ্কার। আর সেই সুড়ঙ্গে ঢুকতেই চক্ষু ছানাবড়া। সেখানেই মিলল আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। আসানসোলের হীরাপুরে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। বাড়ির মধ্যেই তৈরি হত আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত ২ টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। খোঁজ মিলছে না বাড়ি মালিকের। কোথায় পাচার করা হত অস্ত্র? নেপথ্যে কোনও বড় চক্র? খতিয়ে দেখছে পুলিশ।


কুলটির সাঁকতোড়িয়ার পর এবার আসানসোলের হীরাপুর। একমাসের মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় ফের মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পুলিশ সূত্রে খবর, হীরাপুরের রহমতনগরে মহম্মদ জাভেদের বাড়িতে তৈরি হত আগ্নেয়াস্ত্র। কয়েকমাস ধরেই চলছিল বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান চালায় হীরাপুর থানার পুলিশ।চমকে যান প্রতিবেশীরা। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এখানে অস্ত্র তৈরি হত জানতাম না। এদিন পুলিশ রেড করেছে। এখানে ৪ জন ছিল। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার (পশ্চিম) অভিষেক মোদি বলেছেন, 'বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে, এনকোয়ারি চলছে। কে কে জড়িত আছে দেখা হচ্ছে।'


ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির মালিক। এইসব অস্ত্র কোথায়, কাদের কাছে পাচার করা হত, তা খতিয়ে দেখছে হীরাপুর থানার পুলিশ। এর আগে ১ অক্টোবর, কুলটির সাঁকতোড়িয়ায় নির্মীয়মাণ বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় পিস্তল, অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।


আরও পড়ুন- কেঁচো খুঁড়তে কেউটে, বরাকরে ফের অস্ত্র কারখানার হদিশ


আরও পড়ুন- ডানকুনিতে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী বাসে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার মহিলা-সহ ৩


আরও পড়ুন- পুলিশের জালে অস্ত্র কারবারি, বাজেয়াপ্ত একাধিক আগ্নেয়াস্ত্র