Table Tennis: প্রয়াত বঙ্গ টেবিল টেনিসের প্রাণপুরুষ জয়ন্ত পুশিলাল
Jayanta Pushilal Death: ইউএসএতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর মৃত্যুতে শুধু টেবল টেনিস নয়, বাংলার ক্রীড়ামহল বড় ধাক্কা খেল।
কলকাতা: প্রয়াত দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল। বাংলার টেবিল টেনিসের প্রাণপুরুষ বলা হয় তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নারকেলডাঙ্গায় নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়েছেন তিনি। ইউএসএতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর মৃত্যুতে শুধু টেবল টেনিস নয়, বাংলার ক্রীড়ামহল বড় ধাক্কা খেল। নিজে হাতে একাধিক টেনিস প্লেয়ারকে তৈরি করেছেন।
বাংলার বুকে জয়ন্ত পুশিলালের টেনিসে অবদান অনস্বীকার্য। তাঁর হাতে গড়ে ওঠা প্লেয়াররা দেশের টেবিল টেনিসের মঞ্চে নয় শুধু, আন্তর্জাতিক টেবিল টেনিসের মঞ্চেও দুরন্ত সাফল্য পেয়েছেন।
অন্য খবরে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ''বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে। এটা কিন্তু একেবারেই সহজ বিষয় না। বাংলাদেশের প্লেয়ারদের প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। কিন্তু ভারতীয় দল আলাদা। এই দল দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে। বরাবরই অপ্রতিরোধ্য।'' এই নিয়ে তৃতীয়বার টেস্ট সিরিজ খেলতে ভারতে আসতে চলেছে বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মরশুমে ভারতে এসে বাংলাদেশ ০-১ ব্যবধানে হেরে গিয়েছিল। এরপর ২০১৯-২০ মরশুমে বাংলাদেশ ভারত সফরে এসে ০-২ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল।