এক্সপ্লোর
Advertisement
ডায়াপার পরা শিশুর নজরকাড়া ক্রিকেট শট, ভিডিও শেয়ার করলেন মাইকেল ভন
পরনে টি-শার্ট আর ডায়াপার। হাতে এক জোড়া গ্লাভস। বাড়িতে এভাবেই ছোট্ট এক শিশু একেবারে পাকা ব্যাটসম্যানের মতোই একের পর শট খেলছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। ভিডিওতে শিশুটিকে বাড়ির ভেতরে একটি ঘরে গার্ড নিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে।
নয়াদিল্লি: পরনে টি-শার্ট আর ডায়াপার। হাতে এক জোড়া গ্লাভস। বাড়িতে এভাবেই ছোট্ট এক শিশু একেবারে পাকা ব্যাটসম্যানের মতোই একের পর শট খেলছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। ভিডিওতে শিশুটিকে বাড়ির ভেতরে একটি ঘরে গার্ড নিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে। তার দিকে বল ছোঁড়া হচ্ছে আর তাকে একের পর এক ফ্রন্ট ফুটে ড্রাইভ করতে দেখা যাচ্ছে। ছোট্ট মানুষটির টেকনিকও বেশ ভালো। সামনের পা বাড়িয়ে একেবার ব্যাটের মাঝখান দিয়ে লফটেট স্ট্রেট ড্রাইভ মারছে।
এই ভিডিও ভন তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই শিশুটির প্রশংসা করেছেন। আবার অনেকেই মজার ছলে শিশুটিকে আরও কিছু ভালো ডেলিভারি দিয়ে পরীক্ষার কথা বলেছেন। একজন লিখেছেন, একেবারে সঠিক ক্রিকেট স্টাইল। অন্য একজনের বক্তব্য, বাহ, ওই চোখ ও রিফ্লেক্স স্টিভ স্মিথের মতো। কেউ কেউ আবার বলেছেন, তেন্ডুলকরের নয়া সংস্করণ। আবার কেউ কেউ মজা করেই বলেছেন, বাচ্চাটি কিছু বাউন্সার কীভাবে সামলায় তাঁরা তা দেখতে চান। আবার কোনও কোনও অনুরাগী ভনের সঙ্গে কিছুটা রসিকতার লোভ সামলাতে পারেননি। একজন লিখেছেন, মাইকেল, টেকনিকটা আপনার চেয়ে ভালো, কী বলেন? আর একজনের সরস মন্তব্য, ব্রেট লিকে খেলার সময় আপনি ওই একই ব্র্যান্ডের ন্যাপি পরতেন, না?Surely he has an English cat or dog ... ???? https://t.co/WtIvAXDrd5
— Michael Vaughan (@MichaelVaughan) November 11, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement