এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করে নজির বিরাটের
নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দল প্রথম দুই টেস্টেই হেরে গিয়ে কোণঠাসা হয়ে পড়লেও, অধিনায়ক বিরাট কোহলি উজ্জ্বল ব্যতিক্রম। তিনি প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন। দ্বিতীয় টেস্টে রান না পেলেও, তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রান করেন। দ্বিতীয় ইনিংসেও তিনি অর্ধশতরান করে ফেলেছেন। এরই সঙ্গে তিনি নজির গড়েছেন। এর আগে সুনীল গাওস্কর, ভিভিএস লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকর ৯টি টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান করেন। আজ তাঁদের সঙ্গে একাসনে বসে পড়লেন বিরাট। তাঁর আগে শুধু রাহুল দ্রাবিড়। ভারতের এই প্রাক্তন অধিনায়কের ১০টি টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরানের রেকর্ড আছে। ভবিষ্যতে তাঁকেও টপকে যাওয়ার সুযোগ আছে বিরাটের কাছে। তিনি চলতি বছরে টেস্টে সবচেয়ে বেশি রান করারও রেকর্ড গড়ে ফেলেছেন।
এই টেস্টে ভারতীয় দল দারুণ জায়গায় আছে। দ্বিতীয় ইনিংসে লিড ইতিমধ্যেই ৪০০ রানের বেশি হয়ে গিয়েছে। এখনও এই ম্যাচের দু’দিন বাকি। ফলে জিতে প্রত্যাবর্তন ঘটাতে পারে ভারতীয় দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement