VVS Laxman: দ্রাবিড় নয়, টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে ফের ভিভিএস লক্ষ্মণ?
IND vs ENG T20: আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে যে দল টি-টোয়েন্টি (T20 Series) সিরিজ খেলেছে, সেই দলই হয়ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে।
লন্ডন: এজবাস্টন টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলে পাওয়া যাবে না টেস্ট দলের অনেক সদস্যকেই। সেক্ষেত্রে বিসিসিআইয়ের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে যে দল টি-টোয়েন্টি (T20 Series) সিরিজ খেলেছে, সেই দলই হয়ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে। এবার শোনা যাচ্ছে সেই ম্যাচে কোচের হটসিটেও দ্রাবিড় নয়, ভিভিএস লক্ষ্মণকেই হয়ত দেখা যাবে।
প্রথম টি-টোয়েন্টিতে কোচ লক্ষ্মণ?
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামী ৭ জুলাই। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় সেই ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা। টেস্টে খেলতে না পারলেও টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে তাঁকে পুরোপুরি পাওয়া যাবে এই আশাই করা হচ্ছে। যদি একান্তই না খেলেন তিনি প্রথম ম্যাচে, সেক্ষেত্রে হার্দিক পাণ্ড্য ও দীনেশ কার্তিকের মধ্যে যে কোনও একজন অধিনায়ক থাকবেন। সূত্রের খবর, টেস্টের পর রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হতে পারে, সেক্ষেত্রে কোচের দায়িত্ব সামলাবেন লক্ষ্মণ। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে জিতে এসেছে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই সিরিজে ভারতেরপ হেডকোচ ছিলেন লক্ষ্মণ। এমনকী বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানও তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা কিছুদিন আগে জানিয়েছিলেন, ''আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে স্কোয়াড টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল, সেই দলই মোটামুটি ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেবে। বিরাট, রোহিত, পন্থ, জাডেজা, বুমরা সহ আরও কয়েকজন রয়েছেন যাঁরা সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে অংশ নেবেন।''
উল্লেখ্য, ১ জুলাই থেক শুরু হওয়া টেস্ট ম্যাচ চলবে ৫ জুলাই পর্যন্ত। এরপর ৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ২ দল। সিরিজের বাকি ২ ম্যাচ হবে ৯ জুলাই ও ১০ জুলাই।