এক্সপ্লোর
Advertisement
কুম্বলের ১০ উইকেটের কীর্তি প্রসঙ্গে আক্রমের দাবি খারিজ করলেন ওয়াকার
নয়াদিল্লি: ইচ্ছাকৃতভাবে রান আউট হয়ে অনিল কুম্বলেকে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। ইউনিসের সহ খেলোয়াড় তথা পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আক্রম এ কথা জানিয়েছিলেন। আক্রমের এই বক্তব্য অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছেন ওয়াকার।
উল্লেখ্য, ১৯৯৯-তে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ টি উইকেট দখল করেন ভারতের স্পিনার অনিল কুম্বলে। ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।
ওই টেস্টে পাক দলের শেষ জুটি হিসেবে ক্রিজে ছিলেন সুইং সুলতান হিসেবে পরিচিত দুই বোলার আক্রম ও ওয়াকার।
আক্রমের দাবি, ওয়াকার তাঁর কাছে এসে বলেন, রান আউট হয়ে গেলে কেমন হয়। কুম্বলের ১০ উইকেট নেওয়ার নজির ভেস্তে দিতেই ওই প্রস্তাব ওয়াকার আক্রমকে দেন।
এর উত্তরে আক্রম বলেছিলেন, '১০ উইকেট যদি কুম্বলের প্রাপ্য হয় তাহলে পাবেন। কিন্তু আমি তোমাকে বলছি যে, আমি আমার উইকেট কুম্বলেকে দেব না'।
কিন্তু শেষপর্যন্ত আক্রমকে আউট করেই ইতিহাস গড়েছিলেন কুম্বলে।
কুম্বলের কীর্তির ১৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে আক্রমের ওই দাবি কথা ট্যুইটের মাধ্যমে জানিয়েছিলেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ।
Kismat ke aage ,all saazish fail. Well done Wasim bhai. What a day it was at the Kotla by Anil bhai. pic.twitter.com/xDzMd39XOq
— Virender Sehwag (@virendersehwag) February 7, 2017
এ ব্যাপারে আক্রমের দাবি খারিজ করে ওয়াকার বলেছেন, আক্রম আমার দাদার মতো। কিন্তু তিনি যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য।ওয়াকার আরও বলেছেন, মিথ্যে কথা বলা ও অন্যদের খাটো করা আক্রমের পুরানো অভ্যেস। খেলার স্পিরিটের বিরুদ্ধে গিয়ে ইচ্ছে করে রান আউট হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। এভাবে রান আউট হয়ে কুম্বলেকে তাঁর কৃতিত্ব থেকে বঞ্চিত করলে তা খুবই জঘন্য ব্যাপার হত। ২৫ বছর ক্রিকেট খেলেছি। এরমধ্যে কখনও অখেলোয়াড়োচিত আচরণ করিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement