এক্সপ্লোর
Advertisement
দেখুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে নেটে ফিরলেন ভুবনেশ্বর কুমার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে নেটে অনুশীলন ভারতের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের। প্রায় পুরো রান আপেই তাঁকে বোলিং অনুশীলন করতে দেখা গেল। ভারতের পক্ষে অনুশীলনে ভুবনেশ্বরের ফিরে আসাটা খুবই ইতিবাচক। তবে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে ফিট ঘোষণা করা হবে কিনা, তা এখনও সুনিশ্চিত নয়।
ম্যাঞ্চেস্টার: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে নেটে অনুশীলন ভারতের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের। প্রায় পুরো রান আপেই তাঁকে বোলিং অনুশীলন করতে দেখা গেল। ভারতের পক্ষে অনুশীলনে ভুবনেশ্বরের ফিরে আসাটা খুবই ইতিবাচক। তবে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে ফিট ঘোষণা করা হবে কিনা, তা এখনও সুনিশ্চিত নয়। ফিজিও প্যাট্রিক ফারহার্টের কড়া নজরদারিতে ইন্ডোর নেটে প্রায় ৩০-৩৫ মিনিট বোলিং করলেন ভুবনেশ্বর।
প্রথমে চার-পাঁচ স্টেপের ছোট রান আপ দিয়ে শুরু করেন ২৯ বছরের পেসার। এরপর মাঝেমধ্যেই তাঁরে রান-আপ বাড়াতে দেখা যায়। হ্যামস্ট্রিংয়ের চোট যে তিনি সারিয়ে উঠছেন, সেই ইঙ্গিত নেটে পাওয়া গিয়েছে।
সংবাদসংস্থাকে এক সূত্র জানিয়েছেন, ফারহার্টের নজরদারিতে ৩০-৩৫ মিনিট অনুশীলন খুবই ইচিবাচক ইঙ্গিত। নেট সেশনে তাঁর বোলিং দেখেন অধিনায়ক বিরাট কোহলিও। বল করতে তাঁর কোন অস্বস্তি হচ্ছিল না, এটা একটা ভালো সঙ্কেত।
উল্লেখ্য, ভুবনেশ্বরের চোট নিয়ে দলের পক্ষ থেকে কোনও সাম্প্রতিক তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় নভদীপ সাইনি ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে যোগ দিয়েছেন। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাইনি ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন। নভদীপ এখানে নেট বোলার এবং ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি। এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, সাইনি ঋষভ পন্তের মতো কভার হিসেবে ইংল্যান্ডে আসেননি। তিনি নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন। পাকিস্তান ম্যাচের পর কোহলি বলেছিলেন, ভুবির সামান্য আঘাত লেগেছে। ফুটমার্কে ও পিছলে গিয়েছিল। দুটি..হতে পারে তিনটি ম্যাচ ও খেলতে পারবে না। তবে টুর্নামেন্টের কোনও একটা পর্যায়ে ও ফিরে আসবে। ও আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।#WATCH Indian fast bowler Bhuvneshwar Kumar practices during an indoor practice session in Manchester, UK. #CWC19 pic.twitter.com/n44doXfZA5
— ANI (@ANI) June 25, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement