এক্সপ্লোর
Advertisement
এমন ক্যাচ!! চোখে না দেখলে বিশ্বাস করা যায় না
নয়াদিল্লি: ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিংয়ে ক্যাচ তালুবন্দী করার ঘটনা দর্শকদের মুগ্ধ করে। বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ সবসময়ই দেখার মতো বিষয়। আর তা যদি দুই ফিুল্ডারের প্রচেষ্টা হয়, তাহলে তা আরও বেশি দর্শনীয় হয়ে ওঠে। এক্ষেত্রে নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া ব্যাটসম্যানের আর করার কিছু থাকে না। অন্যদিকে, দর্শকরা দারুন উপভোগ করেন এ ধরনের ফিল্ডিং।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে এ রকমই একটি অবিশ্বাস্য ক্যাচ দেখা গেল। ডোয়েন ব্র্যাভোর কাছ থেকে ওই সময় বিশেষ ধরনের ইনিংস আশা করছিল রেনেগেডস। কিন্তু স্ট্রাইকার্সের বেন লাফলিন ও জ্যাক ওয়েদারল্যান্ডের যৌথ প্রচেষ্টা উপহার ছিল ম্যাচের সেরা স্মরণীয় মুহূর্তের।
ম্যাচের ১৬ তম ওভার। ১৭৪ রান তাড়া করতে নেমেছিল রেনেগেডস। ৪ রানে ব্যাটিং করছিলেন ব্র্যাভো। লেগ স্পিনার রশিদ খানের একটা বল ডিপ এক্সট্রা কভারে তুলে মারেন ব্র্যাভো। ব্যাটে বল লাগার পর মনে হচ্ছিল, তা সীমানার বাইরে চলে যাবে। কিন্তু লঙ অফ বাউন্ডারি থেকে দৌড়ে আসেন লাফলিন। সীমানার ধারে ছুটতে ছুটতে এসে হাত বাড়িয়ে বলটি ধরেন তিনি। কিন্তু নিজের গতির জন্য বাউন্ডারি লাইনের বাইরে চলে যাবেন বুঝতে পেরে লাফলিন বলটি মাঠের প্রায় ৩০ মিটার ভেতরে ছুঁড়ে দেন। ওয়েদারল্যান্ড তখন সুইপার কভার থেকে ছুটে আসছিলেন। লাফলিনকে বলটি ছুঁড়তে দেখে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করেন তিনি।'The best catch you'll ever see!' https://t.co/4eMXu8cUiG #BBL07 pic.twitter.com/7PQd5qp3xC
— KFC Big Bash League (@BBL) January 22, 2018
Ridiculous! 😲 #BBL07 pic.twitter.com/QY4YN6zFGg — cricket.com.au (@CricketAus) January 22, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement