এক্সপ্লোর
Advertisement
দেখুন:ধোনির নিখুঁত থ্রো, বল স্ট্যাম্পে লাগলেও পড়ল না বেল, আউট হতে গিয়েও রক্ষা কে এল রাহুলের
১৩ তম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাডেজাকে লেগের দিকে সুইপ করে একটা রান নেওয়ার চেষ্টা করেন রাহুল। কিন্তু বল বেশি দূর যায়নি। ধোনি দ্রুত বলের দিকে দৌড়ে যেন এবং পিছন থেকেই স্ট্যাম্প লক্ষ্য করে বল ছুঁড়ে দেন।
চেন্নাই: না তাকিয়েও মহেন্দ্র সিংহ ধোনির স্ট্যাম্প ভেঙে দিতে পারার দক্ষতা সবারই জানান। সেজন্য প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে উইকেটরক্ষক হিসেবে বিপজ্জনক ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। উইকেটের পিছনে ধোনির এই মসৃণ থ্রো থেকে ব্যাটসম্যানদের একমাত্র পরিত্রাণ হল দৌড়ের গতি। আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির নিখুঁত থ্রো সত্ত্বেও কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যান কোওক্রমে বরাতজোরে রান আউট হতে হতেও রক্ষা পেলেন।
জয়ের জন্য তখন ১৬১ রানের লক্ষ্য তাড়া করছিল কিংস ইলেভেন পঞ্জাব। ১৩ তম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাডেজাকে লেগের দিকে সুইপ করে একটা রান নেওয়ার চেষ্টা করেন রাহুল। কিন্তু বল বেশি দূর যায়নি। ধোনি দ্রুত বলের দিকে দৌড়ে যেন এবং পিছন থেকেই স্ট্যাম্প লক্ষ্য করে বল ছুঁড়ে দেন। বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি। তখন ক্রিজ থেকে বেশ কিছুটা দূরে রাহুল। তাই নির্ঘাত রান আউট হওয়া থেকে রক্ষা পেলেন রাহুল। এরপর হাফসেঞ্চুরি করেন তিনি।
তবে ম্যাচে ১৮ রানে হেরে যায় কিংস ইলেভেন পঞ্জাব।Déjà vu - Dhoni creates magic, but bails still don't fall https://t.co/8APFjGbD2n
— Aakash Biswas (@aami_aakash) April 6, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement