ISL 2024: সুপার সানডের সুপার ডার্বির আগে কী বলছেন ২ দলের তারকা ফুটবলাররা?
East Bengal vs Mohun Bagan: ডার্বিতে তিনি না খেললেও এই ম্যাচে খেলবেন ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো, যিনি দলে যোগ দেওয়ার পর মোহনবাগানের চেহারাই প্রায় বদলে গিয়েছে।
কলকাতা: আর কয়েক ঘণ্টা পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে যাবে কলকাতা ডার্বি, যা নিয়ে ফুটবলমহলে জল্পনা তুঙ্গে। ইস্টবেঙ্গল এফসি-র কোচ কার্লস কুয়াদ্রাত নিজেদের এই ম্যাচে পিছিয়ে রাখলেও ডার্বির ইতিহাস বলছে, এই ম্যাচের ভবিষ্যদ্বাণী বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনি। প্রশাসনিক সমস্যার জন্য রাত সাড়ে আটটায় কিক অফ হলেও আশা করা হচ্ছে যুবভারতীর গ্যালারি কাণায় কাণায় ভর্তি থাকবে। যদিও মোহনবাগান এসজি-র কোচ বলেছেন, এই ম্যাচ তাদের কাছে আর পাঁচটা আইএসএল ম্যাচের মতো। কিন্তু তাঁর ও তাঁর প্রতিপক্ষের ফুটবলারদের কাছে এই ম্যাচের আলাদা গুরুত্ব যে আছে, তা তাঁদের কথা শুনলেই বোঝা যাচ্ছে।
এর আগে ডার্বিতে তাঁর একাধিক গোল প্রসঙ্গে পেট্রাটস বলেন, ''ডার্বিতে গোল আমার কঠোর পরিশ্রমের ফল এবং সতীর্থদের সাহায্য ছাড়া তা সম্ভব নয়। একা একা কোনও কিছুই করা সম্ভব নয়। তবে আমি যাই করি, পুরোটাই দলের কৃতিত্ব। কে গোল করল, সেটা বড় কথা নয়। কারণ, আমরা দল হিসেবে খেলি।''
ডার্বিতে তিনি না খেললেও এই ম্যাচে খেলবেন ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো, যিনি দলে যোগ দেওয়ার পর মোহনবাগানের চেহারাই প্রায় বদলে গিয়েছে। কাউকোর কার্যকরী ভূমিকায় দল এখন আরও গতিময় ও সচল। মাঠের মধ্যে তাঁর সঙ্গে নতুন করে বোঝাপড়া নিয়ে পেট্রাটস বলেন, ''জনি অসাধারণ ফুটবলার এবং আমরা ওকে দলে পেয়ে খুশি। আমরা দু’জনেই চাই প্রতি ম্যাচে উন্নতি করতে এবং এই দিক থেকে আমাদের মধ্যে মিল আছে।''
ভারতের এক নম্বর লিগে এসে যে উপভোগ করছেন, তা জানিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের খেলোয়াড় বলেন, ''আমি আমার খেলাটা উপভোগ করছি। কোচ যেমন নির্দেশ দেন এবং দলের যে রকম প্রয়োজন, সেই অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সবসময়। কোচ যেখানে যে ভাবে আমাকে ব্যবহার করতে চান, সে ভাবেই খেলার চেষ্টা করি।''
গোল করা ও গোল করতে সাহায্য করা বা অ্যাসিস্ট করা, দুটোই যে তাঁর পছন্দের কাজ, তা জানিয়ে অস্ট্রেলীয় স্ট্রাইকার বলেন, ''গোল করা এবং গোল করতে সাহায্য করা, দুটোই আমার পছন্দের কাজ। আসল লক্ষ্য তো দলকে জেতানো। সেখানে গোল করলাম, না করতে সাহায্য করলাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। তা ছাড়া গত ম্যাচের পরে বলেছিলাম, আমাদের তিনজন অ্যাটাকারেরই গোল পাওয়াটা খুব ভাল ব্যাপার। যেটা দলের পক্ষেও খুবই ইতিবাচক ব্যাপার। এই ম্যাচেও সেটাই চাই।''
সল ক্রেসপো শনিবার সাংবাদিকদের বলেন, ''আমরা জানি মোহনবাগান এসজি খুব ভাল দল। কিন্তু আমাদের সেরা ছয়ে পৌঁছতে গেলে ওদের হারাতেই হবে। দলের ওপর আমার পুরো ভরসা আছে। ডার্বি জেতার মতো আত্মবিশ্বাস আছে আমাদের। দলের ফিজিও ও ট্রেনারদের সঙ্গে কাজ করার পর আমি এখন একশো শতাংশ ফিট। কালকের ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'' তথ্য সংগ্রহ: আইএসএল