T20 World Cup: রক্ষণাত্মক নয়, শাহিন আফ্রিদির বিরুদ্ধে রোহিতদের আক্রমণাত্মক খেলার পরামর্শ গম্ভীরের
IND vs PAK: আগামী ২৩ অক্টোবর ভারতীয় দল তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে রোহিত বাহিনী।
নয়াদিল্লি: আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা এই টুর্নামেন্টে ভারতীয় দল তাঁদের প্রথম ম্যাচ খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। নিশ্চিতভাবেই রোহিত, বিরাট বনাম শাহিন আফ্রিদি ডুয়েল খুবই রোমাঞ্চকর হতে চলেছে আগামী ২৩ অক্টোবর। গত বছর বিশ্বকাপে আফ্রিদির ধাক্কায় প্রথমেই বেলাইনে চলে গিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপ। রোহিত. রাহুল ২ জনকেই ইনিংসের শুরুতে ফিরিয়ে দিয়েছিলেন তরুণ পাক পেসার। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মনে করেন যে আফ্রিদির বিরুদ্ধে বেশি রক্ষণাত্মক হলেই বিপদ। তাই যতটা বেশি আক্রমণাত্মক মেজাজেই খেলা উচিত।
কী বলছেন গম্ভীর?
পাকিস্তান ম্যাচের মহারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলেন, ''যখন আফ্রিদির মতো বোলারকে খেলতে হবে, তখন রক্ষণাত্মক মেজাজে খেললে চাপ। আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করা উচিত। তাতেই উল্টোদিকের বোলারের মনোবল ভেঙে দেওয়া যায়। নইলে সব কিছুই বোলারের পক্ষে যেতে থাকে। মানসিকভাবেই চাপ তৈরি হয়।''
প্রাক্তন বাঁহাতি ওপেনার আরও বলেন, ''আমি জানি যে আফ্রিদি নতুন বলে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু সেই সুযোগটা ওকে তৈরি করে দেওয়া যাবে না। তাই যত বেশি সম্ভব রান করতে হবে ওর বলে। আমি নিশ্চিত ভারতীয় দলের চিন্তার কারণ খুব একটা নেই। কারণ প্রথম তিন চারজন ব্য়াটার বেশ সাবলীল আফ্রিদিকে সামলে নেওয়ার জন্য।''
উল্লেখ্য, চোটের জন্য এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলতে পারেননি শাহিন আফ্রিদি। তবে পুরো ফিট হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মাঠে নামতে চলেছেন।
প্রস্তুতি ম্যাচে হার ভারতের
কাজে দিল না কেএল রাহুলের ৭৪ রানের ইনিংস। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে ৩৬ রানে হারতে হল ভারতীয় দলকে। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩২ রানেই থেমে যায় ভারতীয় ইনিংস। ব্যাটিং ব্যর্থতাই ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল।
রাহুলের লড়াই
এদিন রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। তবে তিনি নয় রানের বেশি করতে পারেননি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দলকে আক্রমণ করার তেমন সুযোগই দেননি পশ্চিম অস্ট্রেলিয়ার বোলাররা। পাওয়ার প্লের ছয় ওভারে ভারতীয় দল মাত্র ২৯ রান করে। দীপক হুডা ছয় রানে আউট হওয়ার পর, হার্দিক পাণ্ড্য খানিকটা সময় রাহুলকে সঙ্গ দেন। ১৭ রানের ইনিংসে ছন্দেই দেখাচ্ছিল হার্দিককে। তবে তিনি নিজের ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে পারেননি। অক্ষর প্যাটেলও (২) ব্যর্থ হন। রাহুল ক্রিজে টিকে থাকলেও তিনি ইনিংসের সিংহভাগ সময়ই রানের গতি বাড়াতে ব্যর্থ হন।