Wimbledon 2023: পরাজয়ের পর তিক্ততা নয়, বরং আলকারাজকে প্রশংসায় ভরালেন জকোভিচ
Novak Djokovic: এক দশক পরে সেন্টার কোর্টে কার্লোস আলকারাজের বিরুদ্ধেই প্রথমবার পরাজিত হলেন নোভাক জকোভিচ।
![Wimbledon 2023: পরাজয়ের পর তিক্ততা নয়, বরং আলকারাজকে প্রশংসায় ভরালেন জকোভিচ Wimbledon 2023: Novak Djokovic full of praise for Carlos Alcaraz following defeat in final Wimbledon 2023: পরাজয়ের পর তিক্ততা নয়, বরং আলকারাজকে প্রশংসায় ভরালেন জকোভিচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/17/83561f6c240d1f616472f63cc3a042931689566027430507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: রবিবার, ১৭ জুলাই অবশেষে অল ইংল্যান্ড ক্লাবে 'বিগ ফোর'র বাদে অন্য কেউ খেতাব জিতলেন। নোভাক-রাজের সমাপ্তি ঘটিয়ে উইম্বলডনের (Wimbledon 2023) নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। এক দশকের অধিক সময় পর সেন্টার কোর্টে প্রথম ম্যাচে পরাজিত হলেন নোভাক জকোভিচ। এই প্রথমবার উইম্বলডনে প্রথম সেট জিতেও ম্যাচ জিততে ব্যর্থ হলেন ওপেন ইরাতে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ (Novak Djokovic)। উইম্বলডনে টানা ৩৪ ম্যাচে জিতে ফাইনালে খেলতে নামা নোভাককে শেষপর্যন্ত ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ পয়েন্টের ব্যবধানে হারালেন ২০ বছরের স্প্যানিশ টেনিস তারকা।
ঘাসের কোর্টে প্রায় অপ্রতিরোধ্য জকোভিচের বিজয়রথ থামিয়ে দর্শক থেকে সমর্থক, সকলেরই বাহবা কুড়িয়ে নিয়েছেন আলকারাজ। চার ঘণ্টা ৪২ মিনিটের এক চিরস্মরণীয় ম্যাচে বিশ্বের এক নম্বর পুরুষ সিঙ্গেলস তারকার কাছে পরাজয়ের পর জকোভিচ মেনে নিচ্ছেন, কালকের ম্যাচে আলকারাজই জয়ী হওয়ার যোগ্য। বিশ্বের দুই নম্বর জকোভিচ বলেন, 'আমি নিজের কেরিয়ারে বহু স্মরণীয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ। তবে আজ যে বেশি ভাল খেলেছে, সেই ম্যাচ জিতেছে এবং সেই কারণে ওকে বাহবা দিতেই হবে। আমি এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। কার্লোস এবং ওর গোটা দলকে শুভেচ্ছা না জানাতেই হচ্ছে। ম্যাচের শেষে যখন ওকে সার্ভ করে জিততে হত, তখন ও বড় বড় সার্ভ করে। তোমার জয়টা যথাযোগ্য।'
Two champions that treated us to an all-time classic ✨
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
Thank you, @DjokerNole and @carlosalcaraz 👏#Wimbledon pic.twitter.com/P3SAca0gET
তিনি আরও যোগ করেন, 'এই ধরনের ম্যাচ হারাটা কেউই পছন্দ করে না। তবে খানিকটা আবেগ থিতু হওয়ার ভাবনাচিন্তা করলে, আমার কিন্তু কৃতজ্ঞই হওয়া দরকার। আমি অতীতে বহু ম্যাচ ১৯-২০-র জন্য জিতেছি। হয়তো যেসব ফাইনাল জিতেছি, তার সবকয়টা জেতার যোগ্যও নই। তাই এই ম্যাচের পর হিসাব কিছুটা ঠিকঠাক হল হয়তো। এখনও আমার ছেলেকে ওখান বসে হাসতে দেখে খুবই ভাল লাগছে। আমাকে সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)