এক্সপ্লোর
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে ৫ বছর পর একদিনের সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
এর আগে ২০১৪ সালের ২৫ অগাস্ট বাংলাদেশকে হারিয়ে শেষবার একদিনের সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
![দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে ৫ বছর পর একদিনের সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের Windies defeat Afghanistan by 47 runs to clinch first ODI series win after five years দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে ৫ বছর পর একদিনের সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/09234442/EI7K3nCXsAAB6Cs.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
লখনউ: প্রথম ম্যাচে সাত উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ ৪৭ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ বছরেরও বেশি সময় পরে একদিনের সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। এর আগে ২০১৪ সালের ২৫ অগাস্ট বাংলাদেশকে হারিয়ে শেষবার একদিনের সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লখনউয়ে দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নিকোলাস পূরাণ (৬৭) ও এভিন লিউইসের (৫৪) অর্ধশতরানের সুবাদে ৯ উইকেটে ২৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৪৩ ও শিমরন হেটমায়ার ৩৪ রান করেন। আফগানদের হয়ে নবীন-উল-হক ৩ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৪৫.৪ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জর্দান ৫৬ রান করেন। রহমত শাহ ৩৩ ও মহম্মদ নবি ৩২ রান করেন। ক্যারিবিয়ানদের হয়ে শেলডন কট্রেল, রস্টন চেজ ও হেডেন ওয়ালশ তিনটি করে উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)