India vs Australia, WT20: তীরে এসে ডুবল তরী, মাত্র ৫ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
India vs Australia, Women T20 WC Semi-final: শেষ পর্যন্ত অসুস্থতার জন্য ছিটকেই গেলেন পেসার অলরাউন্ডার পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। তাঁর শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে।
শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে গেল ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ ভারতের।
৩২ বলে হাফসেঞ্চুরি হরমনপ্রীত কৌরের। ৩৪ বলে ৫২ রান করে রান আউট হয়ে গেলেন হরমনপ্রীত। ৩২ বলে ম্যাচ জিততে আর ৪০ রান চাই ভারতের।
বড় ধাক্কা ভারতের। ২৪ বলে ৪৩ রান করে ফিরলেন জেমাইমা রড্রিগেজ। ১০.২ ওভারে ভারতের স্কোর ৯৭/৪।
জর্জিয়া ওয়ারহ্যামের ওভারে উঠল ১৩ রান। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৯৩/৩।
মাত্র ৪ রান করে রান আউট হয়ে গেলেন ইয়াস্তিকা ভাটিয়া। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৪৭/৩।
অ্যাশলে গার্ডনারের বলে ২ রান করে এলবিডব্লিউ স্মৃতি মান্ধানা। ২.২ ওভারে ভারতের স্কোর ১৫/২।
দ্বিতীয় ওভারেই ধাক্কা ভারতের। মেগান স্কাটের বলে মাত্র ৯ রান করে এলবিডব্লিউ হয়ে গেলেন শেফালি বর্মা। ১.৩ ওভারে ভারতের স্কোর ১১/১।
১৮ বলে ৩১ রান করে দীপ্তি শর্মার বলে ফিরলেন অ্যাশলে গার্ডনার। ৭ রান করে শিখা পাণ্ডের বলে ফিরলেন গ্রেস হ্যারিস। ঝোড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত তিনি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলল ১৭২/৪।
৩২ রানে থাকা অবস্থায় রাধা যাদবের বলে বেথ মুনির ক্যাচ ফেলে দিলেন শেফালি বর্মা। শেষ পর্যন্ত শিখা পাণ্ডের বলে ৩৭ বলে ৫৪ রান করে ফিরলেন মুনি। ১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৯/২।
বাঁহাতি স্পিনার রাধা যাদব আক্রমণে এসেই সফল। তাঁর বলে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন অ্যালিসা হিলি (২৫ রান)। ৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৪/১।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪৩ রান।
ঝোড়ো শুরু অস্ট্রেলিয়ার। ২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪/০।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন। অসুস্থ পূজা বস্ত্রকারের পরিবর্তে খেলছেন স্নেহ রানা। সঙ্গে সুযোগ পেয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া ও রাধা যাদব।
প্রেক্ষাপট
কেপ টাউন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে উদ্বেগের মেঘ ভারতীয় শিবিরে। আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত অসুস্থতার জন্য ছিটকেই গেলেন পেসার অলরাউন্ডার পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। তাঁর শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে। তাঁর পরিবর্তে সেমিফাইনালে কাকে খেলানো হবে, সেটাও জানিয়ে দেওয়া হল ভারতীয় শিবির (Team India) থেকে।
ভারতীয় দল সূত্রে খবর, স্নেহ রানা সেমিফাইনালে পূজার পরিবর্তে খেলবেন। তবে এখনও উদ্বেগ রয়েছে অধিনায়ক হরমনপ্রীত কৌরকে নিয়ে। তিনিও অসুস্থ। পূজার সঙ্গে হরমনপ্রীতকেও বুধবার সন্ধ্যায় হাসপাতালে যেতে হয়েছিল। গত দুদিন ধরেই হরমনপ্রীতের জ্বর রয়েছে। তবে সেমিফাইনালে হরমনপ্রীতকে খেলানোর মরিয়া চেষ্টা করছে ভারতীয় দল। হরমনপ্রীতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে পরিবর্তও তৈরি রাখা হচ্ছে। ভারতীয় শিবিরের খবর, হরমনপ্রীত খেলতে না পারলে তাঁর পরিবর্তে খেলানো হতে পারে হার্লিন দেওলকে।
এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে নেই হরমনপ্রতী। ৪ ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন তিনি। সূত্রের খবর, হরমনপ্রীত ও পূজার শরীর এতটাই খারাপ হয়েছিল যে, বুধবার স্থানীয় একটি হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়। যদিও তাঁদের ছেড়ে দেওয়া হয় রাতেই। কিন্তু ২ জনেরই ম্যাচ ফিটনেস কতটা ঠিক রয়েছে, তা নিয়ে সন্দেহ ছিলই। টিম ম্যানেজমেন্ট ও দলের মেডিক্যাল টিম ভীষণভাবে চেষ্টা করেছিল যাতে এই ২ জনকে সেমিফাইনালে পাওয়া যায়। কিন্তু পূজা ছিটকেই গেলেন।
হরমনপ্রীত চার ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন। তবে হরমনপ্রীত এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপে সেমিফাইনালে কয়েক বছর আগে ম্যাচ জেতানো শতরান হাঁকিয়েছিলেন।
ভারতীয় দলকে ফাইনালে পৌঁছতে যে কড়া মোকাবিলার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল। কুড়ি বিশের ফর্ম্যাটে ভারতীয় দলের রেকর্ডও অজিদের বিরুদ্ধে একেবারেই আহামরি নয়। দুই দল এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতেছে ভারত। অপরদিকে, ২২টি ম্যাচে জয় পেয়েছে অজি দল, একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে ভেস্তে যায়। ইতিহাস যে একেবারেই টিম ইন্ডিয়ার পক্ষে নয়, তা বলাই বাহুল্য। তবে এই ইতিহাস বদলে ফেলারই লক্ষ্যে সেমিফাইনালে মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2023) চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে গ্রুপ ২-এ দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। অপরদিকে, নিজেদের গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতে গ্রুপ ১-র শীর্ষে শেষ করেছে অস্ট্রেলিয়া দল।
আরও পড়ুন: সিরিজের মাঝেই দুঃসংবাদ, প্রয়াত উমেশ যাদবের বাবা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -