এক্সপ্লোর
Advertisement
সিরিজের দ্বিতীয় টেস্টে জয়: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ইংল্যান্ড
চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথম টেস্টে তারা ৪ উইকেটে হেরে গিয়েছিল। এই টেস্টে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক বেন স্টোকস।
ম্যাঞ্চেস্টার: চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথম টেস্টে তারা ৪ উইকেটে হেরে গিয়েছিল। এই টেস্টে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ৭৮ রান আসে তাঁর ব্যাট থেকে। সেই সঙ্গে স্টুয়ার্ট ব্রড ম্যাচের শেষদিন তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন।
সিরিজে সমতা ফেরার পর এখন দেখায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কেমন রদবদল ঘটল। আর এই জয় আয়োজক ইংল্যান্ডের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল।
দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়ে ইংল্যান্ড পেল ৪০ পয়েন্ট। এক্ষেত্রে নিউজিল্যান্ডকে পিছনে ঠেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ইংল্যান্ড।
ম্যাচ ড্র করে উইজডেন ট্রফি ধরে রাখতে শেষদিন ৮৫ ওভার ক্রিজে কাটাতে হত ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। কিন্তু তারা খেলার এক ঘন্টা বাকি থাকতে ১৪.৫ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায়।
৩১২ রানের লক্ষ্য সামনে রেখে শেষদিন দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংল্যান্ডের বোলারদের সামনে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার দুমড়ে-মুচড়ে যায়। জেরমাইন ব্ল্যাকউড (৫৫) ও শামরাহ ব্রুক (৬২) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। একটা পর্বে তো মনে হচ্ছিল, ইংল্যান্ড খুব তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেবে। তখন ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষপর্যন্ত ব্ল্যাকউড ও ব্রুকের ১০০ রানের পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আশার সঞ্চার করেছিল।
চা-পানের বিরতির পর সেই প্রতিরোধ ভেঙে দেন স্টোকস। তিনি ব্ল্যাকউডকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ইনিংস।
এর আগে স্টোকসের ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৯ ওভারে তিন উইকেটে ১২৯ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ইংল্যান্ড।
এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলে ইংল্যান্ড। ছয় পয়েন্ট পিছনে থেকে চতুর্থ স্থানে নেমে গেল নিউজিল্যান্ড। ৪০ পয়েন্ট তিনি তালিকায় সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট জিতে পয়েন্ট তালিকায় খাতা খুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৩৬০ পয়েন্ট নিয়ে তালিয়া শীর্ষেই রয়েছে। ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাউনআন্ডারে টেস্ট সিরিজ দিয়ে আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিযান শুরু করতে চলেছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement