World's Third Largest Stadium: জয়পুরে গড়ে উঠছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম
পিঙ্ক সিটি জয়পুরে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামে ৭৫ হাজার দর্শক আসন থাকবে। তবে স্টেডিয়ামের নির্মাণকাজ দুই পর্বে হবে।
জয়পুর: পিঙ্ক সিটি মানেই জয়পুর। এবার জয়পুরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠছে জয়পুরে। জয়পুর ডেভেলপমেন্ট অথরিটির তরফে জমিও নেওয়া হয়েছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিশনার গৌরব গোয়েল জমি সংক্রান্ত যাবতীয় পেপার তুলে দিয়েছেন সভাপতি বৈভব গহলটকে।
নতুন এই স্টেডিয়ামে মোট ৭৫ হাজার দর্শকাসন থাকবে। স্টেডিয়ামের নির্মাণকাজ দুই পর্বে হবে। প্রথম পর্বে দর্শকাসন করা হবে ৪৫ হাজার। দ্বিতীয় পর্বে তা করা হবে আরও ৩০ হাজার। এমনটাই জানিয়েছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বৈভব গহলট। তিনি বলেছেন, ‘প্রায় ১০০ একর জমির ওপর এই স্টেডিয়াম গড়ে তোলা হবে। পুরো কাজ শেষ হতে প্রায় আড়াই থেকে তিন বছর সময় লাগবে। বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। বিসিসিআইয়ের তরফে ১০০ কোটি টাকা দেওয়া হবে। জয়পুর-দিল্লি হাইওয়ের ধারে চম্প গ্রামে স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হবে।’
নতুন এই স্টেডিয়ামে ২ টো প্র্যাক্টিস গ্রাউন্ড থাকবে। এছাড়াও ১১টি খেলার পিচ, একটি অ্যাকাডেমি, একটি ক্লাব হাউস থেকে শুরু করে আরও অন্যান্য সবরকম ফেসিলিটি থাকছে। থাকছে পার্কিংয়ের সুবিধেও। আন্তর্জাতিক স্টেডিয়ামে যা যা সুবিধে পাওয়া যায়, তা সবই মিলবে এই নতুন স্টেডিয়ামে। স্টেডিয়ামের গুণগত মানের দিকেও নজর রাখা হবে। যোধপুরের স্টেডিয়ামের গুণগত মান আরও ভাল করার দিকেও নজর রাখছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই মাঠে ভবিষ্যতে আইপিএল আয়োজন করা হবে।
ভারতের মাটিতে এর আগে আমেদাবাদে গড়ে তোলা হয়েছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা। যা পরবর্তীকালে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামকরণ করা হয়। এই স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়াম। সেখানে দর্শক আসন সংখ্যা ১ লক্ষর বেশি।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ৩টি স্টেডিয়ামের মধ্যে ভারতের ২ টো স্টেডিয়াম জায়গা করে নিল।