MI-W vs DC-W, 1 Innings Highlights: টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন শিখা-রাধা, খেতাব জিততে মুম্বইয়ের লক্ষ্য ১৩২
WPL 2023 Final, MI-W vs DC-W: দশম উইকেটে শিখা পাণ্ডে ও রাধা যাদব ৫২ রান যোগ করেন।
![MI-W vs DC-W, 1 Innings Highlights: টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন শিখা-রাধা, খেতাব জিততে মুম্বইয়ের লক্ষ্য ১৩২ WPL 2023 Final: DC-W given target of 131/9 runs against MI-W in Match 22 at Brabourne Stadium MI-W vs DC-W, 1 Innings Highlights: টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন শিখা-রাধা, খেতাব জিততে মুম্বইয়ের লক্ষ্য ১৩২](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/1e287300c067cdcb24dda60ae0f8a7991679844039459507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ডব্লিউপিএলের ফাইনালে (WPL 2023 Final) নিরন্তর ব্যবধানে উইকেট হারানোর কোনও সময়ই মনে হয়েনি যে দিল্লি ক্যাপিটালস ((Delhi Capitals)) বড় রান তুলতে পারবে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলারদের দাপটে ৭৯ রানেই নয় উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। তবে শেষমেশ শিখা পাণ্ডে (Shikha Pandey) ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের রসদ পেল ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লি ১৩১/৯ রান তুলল।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। এদিন দলে এক বদল করেই মাঠে নেমেছে দিল্লি। পুনম যাদবের বদলে মিন্নু মানি দিল্লি দলে সুযোগ পান। ম্যাচের আগে দিল্লির ওপেনারদের সেরার তকমা দিয়েছিলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে এদিন ম্যাচের শুরুতেই দিল্লির ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হন ইসি ওয়ং (Issy Wong)। ১১ রানে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। গত ম্যাচে হ্যাটট্রিক নিয়ে সকলের নজর কেড়েছিলেন এই ম্যাচে নতুন বলে তাঁর ফুলটস বলই দিল্লির কাঁটা হয়ে দাঁড়ায়।
ফুলটস-কাঁটা
ফুলটস বলেই একে একে শেফালি, অ্যালিস ক্যাপসি (০) ও জেমাইমা রডরিগেজকে (৯) ফেরান ওয়ং। পরপর তিন উইকেট হারালেও টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক মেগ ল্যানিং কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন মারিজ্জানে কাপ। দুইজনে মিলে ৩৮ রান যোগ করেন। তবে অ্যামেলিয়া কের সেই পার্টনারশিপ ভাঙেন। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। ছয় রানের ব্যবধানে ছয় উইকেট হারায় দিল্লি। অ্যামেলিয়া দুই ও হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) চার ওভারে মাত্র পাঁচ রান খরচ করে তিন উইকেট নেন।
Innings Break!
— Women's Premier League (WPL) (@wplt20) March 26, 2023
A final flourish from @DelhiCapitals powers them to a fighting total of 131-9 in the first innings.
Will @mipaltan successfully chase this down to win the #Final 🤔
Chase coming 🔜
Scorecard ▶️ https://t.co/N0U4wKUU0z#TATAWPL | #DCvMI pic.twitter.com/W4axQEuYKq
দশম উইকেটে লড়াই
তবে ৭৯ রানে নয় উইকেট হারিয়ে ফেলা দিল্লি ক্যাপিটালসের ইনিংসে প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেন শিখা পাণ্ডে ও রাধা যাদব। দশম উইকেটে ৫২ রান যোগ করেন দুইজনে। শিখা ১৭ বলে ২৭ ও রাধা ১২ বলে ২৭ রান করেন। এই দুই তারকাই দিল্লিকে লড়াইয়ের রসদ এনে দেন।
আরও পড়ুন: গোড়ালিতে চোট, আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না তারকা ব্য়াটারা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)