আজকাল যে খুব টুইট করছিস, জাহিরকে যুবরাজ, পাল্টা পেলেন ফিল্ডিং নিয়ে মস্করা
মুম্বই: যখন ক্রিকেট কেরিয়ারের শিখরে ছিলেন তিনি, তখন মাঠে তাঁর সঙ্গে ‘পাঙ্গা’ নেওয়াটা বুদ্ধিমানের পরিচয় ছিল না। জবাব হিসেবে বেছে নিতেন নিজের বোলিংকে।
এখন জাহির খান অবসর নিয়েছেন। তা সত্ত্বেও বুঝিয়ে দিলেন যে, খেলার ময়দান ছাড়লেও, তিনি আগের মতোই আছেন। তবে, এখন বল নয়, ‘জ্যাক’ এখন জবাব দিচ্ছেন টুইটারে।
আর জাহিরের সেই ফর্মের আঁচ পেলেন একদা তাঁরই জাতীয় দলের সতীর্থ যুবরাজ সিংহ। সম্প্রতি, টুইটারে ভীষণই সক্রিয় হয়েছেন জাহির খান। এই নিয়ে জাহিরের কাছে তার কারণ জানতে চান যুবরাজ।
https://twitter.com/YUVSTRONG12/status/874314726074920961জবাবে, একসময়ের সতীর্থর বয়স নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি জাহির। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন যুবরাজ। ফিল্ডিংয়ে আগে যুবরাজের যে ধার ছিল, বয়সের ভারে তা কিছুটা ভোঁতা হয়েছে। আর এই বিষয়টিই হাতিয়ার করেছেন প্রাক্তন ফাস্ট বোলার। বলা বাহুল্য, গোটাটাই হয়েছে মজার ছলে।
https://twitter.com/YUVSTRONG12/status/874683549709938690প্রসঙ্গত, বহু প্রাক্তন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্ত ও অনুগামীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কাজ করে চলেছেন। যদিও, যখন খেলতেন, তখন এতটা সোশ্যাল মিডিয়ায় থাকতেন না। যেমন বীরেন্দ্র সহবাগ। সেই তালিকায় নতুন সংযোজন জাহির খান।