এক্সপ্লোর
Advertisement
ক্রিকেট মাঠে ফিরছেন যুবরাজ সিংহ!
অবসর নেওয়ার পরেও অবশ্য মাঠে ফিরেছেন যুবরাজ। তাঁকে গ্লোবাল টি-২০ কানাডা এবং টি-১০ প্রতিযোগিতায় খেলতে দেখা গিয়েছে।
নয়াদিল্লি: গত বছরের জুনে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেও, ফের মাঠে ফিরতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিংহ। পঞ্জাবের হয়ে তাঁকে টি-২০ ফর্ম্যাটে খেলতে দেখা যেতে পারে। কিছুদিন আগে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরন সিংহ, আনমলপ্রীত সিংহদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। সেই কারণেই যুবরাজের মাঠে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
অবসর নেওয়ার পরেও অবশ্য মাঠে ফিরেছেন যুবরাজ। তাঁকে গ্লোবাল টি-২০ কানাডা এবং টি-১০ প্রতিযোগিতায় খেলতে দেখা গিয়েছে। ফের তরুণ ক্রিকেটারদের সঙ্গে নেটে দেখা গিয়েছে। এ বিষয়ে একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমি তরুণদের সঙ্গে সময় কাটাতে এবং ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভালবাসি। আমি বুঝতে পারি, ওরা আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলে ক্রিকেটের নানা খুঁটিনাটি জানার চেষ্টা করে। ওদের বিভিন্ন বিষয় দেখিয়ে দেওয়ার জন্য আমাকে নেটে যেতে হয়। বেশ কিছুদিন ব্যাট না ধরলেও, আমি ভালভাবেই শট খেলতে পারছি। সেটা দেখে ভাল লাগছে।’
যুবরাজ আরও জানিয়েছেন, পঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনীত বালির অনুরোধেই তিনি অনুশীলনে ফিরেছেন। বিসিসিআই অনুমতি দিলে তিনি বিভিন্ন দেশের লিগে খেলতে চান বলেও জানিয়েছেন এই প্রাক্তন তারকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement