Airtel 5G-র অসাধারণ প্রযুক্তি, ফের তাজা হল ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ স্টেডিয়ামের অনুভূতি
Airtel 5G: ক্রিকেট অনুরাগীদের সেলিব্রেশনের আরও একটি সুযোগ। ভারতী এয়ারটেলের উদ্যোগে ফের তাজা হল 1983 সালের ক্রিকেট বিশ্বকাপের স্মৃতি।
Airtel 5G: ক্রিকেট অনুরাগীদের সেলিব্রেশনের আরও একটি সুযোগ। ভারতী এয়ারটেলের উদ্যোগে ফের তাজা হল 1983 সালের ক্রিকেট বিশ্বকাপের স্মৃতি। Airtel 5G-র অসাধারণ প্রযুক্তির দৌলতে অনুভব করা যাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে কপিল দেবের বিখ্যাত 175 নট আউট ইনিংস। 5G-র প্রযুক্তির মাধ্যমে স্টেডিয়ামের সেই অভিজ্ঞতা পুনরায় তৈরি করতে সক্ষম হয়েছে Airtel।
টিভি টেকনিশিয়ানদের ধর্মঘটের কারণে ওই সময় মূল ম্যাচের কোনও রেকর্ড করা ফুটেজ ছিল না। তবে টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল '175Replayed'-এর 4K অভিজ্ঞতার মাধ্যমে ম্যাচের মূল হাইলাইটগুলিকে প্রাণবন্ত করে তুলেছে। এই অনুষ্ঠানে আরও আনন্দ দিয়েছে কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে প্রথম হলোগ্রাম প্রযুক্তিতে আলাপচারিতা।
এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে নিজের প্রযুক্তিগত ক্ষমতা পরীক্ষা করেছে Airtel। সেই কারণে নির্বাচিত দর্শকদের মধ্যে 5G সক্ষম স্মার্টফোন দিয়েছে কোম্পানি। সেই ফোনের মাধ্যমে 1 Gbps এর বেশি গতি ও 20 মিলিসেকেন্ডের কম লেটেন্সি অনুভব করতে পারে দর্শকরা। 50 জনের বেশি ব্যবহারকারীকে ম্যাচের 4K ভিডিও অভিজ্ঞতা উপভোগ করার এই সুযোগ দেয় এয়ারটেল। ম্যাচের পূর্ণ অভিজ্ঞতা পেতে ব্যবহারকারীদের একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল, 360-ডিগ্রি ইন-স্টেডিয়া ভিউ, শট বিশ্লেষণ ও পরিসংখ্যানে রিয়েল-টাইম অ্যাক্সেস দিয়েছিল কোম্পানি।যার ফলে এই ম্যাচ দেখার অভিজ্ঞতা ইউজারদের কাছে আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। মূলত, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের ভবিষ্যতের টেকনোলজির স্বাদ দিতেই এই পুরো অনুষ্ঠানের আয়োজন করে এয়ারটেল।
ইভেন্টের সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতী এয়ারটেলের CTO রণদীপ সেখন বলেন, “গিগাবিট গতি ও 5G-র মিলিসেকেন্ড লেটেন্সি আমাদের বিনোদনের দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা 5G ডিজিটাল জগতে অফুরন্ত সম্ভাবনার স্তরগুলি খুলতে পারব।''
এয়ারটেলের এই অনুষ্ঠানে সবথেকে বড় বিষয় ছিল, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের হলোগ্রাম। দেশে এই প্রথম হলোগ্রামের মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় 'নামলেন' কপিল দেব। যা এই ইভেন্টের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে কপিল দেবের একটি 5G চালিত ভার্চুয়াল অবতার মঞ্চে উপস্থিত হয়। সেখানে প্রাক্তন টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, “আমি 5G প্রযুক্তির শক্তি দেখে অবাক হয়েছি। আমার ডিজিটাল অবতার আমার ভক্তদের সঙ্গে এমনভাবে ইন্টারঅ্যাক্ট করছে, যেন দেখে মনে হচ্ছে আমি নিজেই সেখানে আছি। এয়ারটেলকে ধন্যবাদ এই চমৎকার প্রচেষ্টা ও আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংসটিকে জীবন্ত করে তোলার জন্য।''
Airtel 5G-র অসাধারণ প্রযুক্তি নিয়ে রণদীপ সেখন বলেন, “5G ভিত্তিক হলোগ্রামের সাহায্যে আমরা যেকোনও জায়গায় ভার্চুয়াল অবতার নিতে পারব। এটি মিটিং, কনফারেন্স ও লাইভ নিউজের জন্য একটি গেম-চেঞ্জার হবে। আরও অনেক কার্যকর ব্যবহার থাকবে এই প্রযুক্তির। এই উদীয়মান ডিজিটাল বিশ্বে ভারতের জন্য উদ্ভাবনী ব্যবহারের ক্ষেত্রে একটি মজবুত প্লাটফর্ম তৈরি করতে Airtel 5G প্রস্তুত।''
ভারত যেহেতু 5G স্পেকট্রাম প্রযুক্তির কাছাকাছি চলে এসেছে, তাই Airtel প্রযুক্তি বিভাগে আরও বেশি মনোযোগ দিচ্ছে। 5G তার গ্রাহকদের কী দিতে পারে, তার আভাস দিচ্ছে এয়ারটেল৷ 2021 সালের সেপ্টেম্বরে, কোম্পানি Airtel 5G-তে একটি লাইভ ক্লাউড গেমিং ইভেন্টের আয়োজন করেছিল। যেখানে মর্টাল ও মাম্বার মতো প্রো-গেমাররাও উপস্থিত ছিলেন।
গত মাসে কলকাতার উপকণ্ঠে ভারতের প্রথম গ্রামীণ 5G ট্রায়াল পরিচালনা করে এয়ারটেল। ইতিমধ্যেই কোম্পানি#5GforBusiness উদ্যোগও চালু করেছে। 5G ভিত্তিক সলিউশন প্রোগ্রামে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ও কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল।