Airtel Recharge: ৩ দিনের জন্য বিনামূল্যে ডেটা ও ভয়েস কল, বড় ঘোষণা এয়ারটেলের- কারা পাবেন সুবিধে ?
Airtel Recharge Plan: যে সমস্ত এয়ারটেল গ্রাহকদের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে, রিচার্জ করতে পারছেন না, তাদের দিনে ১ জিবি করে বিনামূল্যে ডেটা দেওয়া হবে এবং তাঁর সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে।
Airtel Recharge Plan: কেরালার ওয়েনাড়ে ভূমিকম্পে (Wayanad Landslide) বিধ্বস্ত গোটা এলাকা। মঙ্গলবার এই ভূমিকম্পের জেরে ১৩২ জন মানুষ মারা যান এবং ২০০ জন গুরুতর আহত হন। আর এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল ভারতী এয়ারটেল। বুধবার এই টেলিকম অপারেটর (Airtel Recharge) ঘোষণা করেছে প্রতিদিন ১ জিবি ডেটা এবং প্রিপেইড গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধে দেওয়া হবে শুধুমাত্র কেরালাবাসীদের জন্য। যে সমস্ত গ্রাহকদের ভ্যালিডিটি (Bharti Airtel) ফুরিয়ে গিয়েছে, যারা রিচার্জ করতে পারছেন না তাদের জন্য এই সুবিধে দিচ্ছে এয়ারটেল। অন্যদিকে পোস্ট-পেইড গ্রাহকদের জন্য বিল পেমেন্টের সময়সীমা আরও ১ মাস বর্ধিত করেছে এই সংস্থা। শুধু এখানেই শেষ নয়, কেরালার এই দুর্যোগে ভারতী মিত্তলের এই সংস্থা কেরালার মোট ৫২টি এয়ারটেল রিটেইল স্টোরকে স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ সংগ্রহ শিবিরে পরিণত করেছে।
এদিন নিজেদের একটি বিজ্ঞপ্তিতে ত্রাণকার্য সম্পর্কে বলেছে যে কেরালার ওয়েনাড়ে এই ভূমিকম্পের জেরে দুর্গতদের পাশে দাঁড়াতে এয়ারটেল সদা তৎপর। সমস্ত বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে পাশে দাঁড়াবে ভারতী এয়ারটেল। কী কী সুবিধে দিচ্ছে এয়ারটেল ?
প্রি-পেইড প্ল্যান
যে সমস্ত এয়ারটেল গ্রাহকদের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে, রিচার্জ করতে পারছেন না, তাদের দিনে ১ জিবি করে বিনামূল্যে ডেটা দেওয়া হবে এবং তাঁর সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে, দিনে ১০০টি এসএমএস। এটি শুধুমাত্র ৩ দিনের জন্য বৈধ থাকবে।
পোস্ট-পেইড প্ল্যান
প্রি-পেইডের মত পোস্ট-পেইড প্ল্যানের ক্ষেত্রেও কিছু সুবিধে পাবেন গ্রাহকরা। এর মধ্যে এয়ারটেল জানিয়েছে যে, তাদের পোস্ট-পেইড গ্রাহকদের বিল পেমেন্টের সময়সীমা ৩০ দিনের জন্য বর্ধিত করা হয়েছে। কিন্তু এর মধ্যে তাদের মোবাইল পরিষেবা অবিঘ্নিতভাবেই চলবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা।
স্থানীয় প্রশাসনকে সহায়তা
এয়ারটেল কেরালাতে তাদের ৫২টি রিটেইল স্টোরকে একটি ত্রাণ সংগ্রহ শিবিরে পরিণত করেছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করে দুর্গতদের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ এয়ারটেলের। মানুষ এখানে এসে ত্রাণ দিয়ে যেতে পারে যা স্থানীয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
ভূমিধসের পরেই কেরালার ওয়েনাড়ে বুধবার রাস্তায় নামে সামরিক বাহিনী, উদ্ধারকার্য শুরু করে তারা। ১০০-রও বেশি মানুষের প্রাণ গিয়েছে এই ভূমিকম্পে। এখনও পর্যন্ত পাওয়া খবরে ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী, ১০০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে তারা।
আরও পড়ুন: LPG Cylinder: বিনামূল্যেই পাবেন ৩টি গ্যাস সিলিন্ডার, চলবে ভর্তুকিও- মহিলাদের জন্য বড় ঘোষণা এই রাজ্যে