Amazon Navratri Sale: হোম অ্যাপ্লায়েন্স থেকে মোবাইল, অ্যামাজন নবরাত্রির সেলে পান ৫০ শতাংশের বেশি ছাড়
ঘরে বসে কম দামে এখানে পেয়ে যাবেন ৫০ ইঞ্চির স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, কনভেকশন মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার ছাড়াও আরও অনেক কিছু। ৫০ শতাংশের বেশি ছাড় পাওয়া যাচ্ছে বেশ কিছু প্রোডাক্টে।
Amazon Navratri Sale: অ্যামাজনের নবরাত্রি সেলে রয়েছে বিপুল ছাড়ের সুযোগ। ঘরে বসে কম দামে এখানে পেয়ে যাবেন ৫০ ইঞ্চির স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, কনভেকশন মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার ছাড়াও আরও অনেক কিছু। ৫০ শতাংশের বেশি ছাড় পাওয়া যাচ্ছে বেশ কিছু প্রোডাক্টে। দেখে নিন কোনটা আপনার জন্য সেরা ডিল ?
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
১ Samsung S20FE5G
74,999 টাকা ম্যাক্সিমাম রিটেইল প্রাইস হলেও এখন অ্যামাজনের সেলে 36,990 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। আপনি ভালো ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন নিতে চাইলে স্যামসাং গ্যালাক্সি এস 20 এফই 5জি ফোন কিনতে পারেন। এই ফোনে 5G রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টাকোর প্রসেসরে চলে এই ফোন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছাড়াও 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে ফোনে। এছাড়াও রয়েছে জুম, সিঙ্গেল টেক ও নাইট মোডের ফিচার। ফোনে 8GB RAM,128GB ইন্টারনাল মেমরি রয়েছে। যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। 6.5 ইঞ্চির স্ক্রিনসাইজ ও 4500mAh-এর ব্যাটারি ব্যাকআপ দেয় এই ফোন। এ ছাড়াও ফোনে রয়েছে দ্রুত ওয়্যারলেস চার্জিং ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা।
অ্যামাজনের সেলে দারুণ অফার, Samsung S20FE5G পাচ্ছেন কত দামে ?
৩ IFB 30 L Convection Microwave Oven
আইএফবি-র 30 লিটারের এই মাইক্রোওয়েভের দাম 19,290 টাকা। যদিও নবরাত্রির বিশেষ সেলে এই প্রোডাক্ট এখন অ্যামাজনে মাত্র 14,489 টাকায় পাওয়া যাচ্ছে। এটি বড় পরিবারের জন্য ভালো মাইক্রোওয়েভের অপশন হতে পারে। এর কনভেকশন ফিচার রয়েছে। তাছাড়াও গ্রিলিং, রিহিটিং, ডিফ্রোস্টিং ও রান্নার পাশাপাশি বেকিংয়ে সক্ষম এই যন্ত্র। এতে অত্যাধুনিক মেশিনের মতো টাচ কন্ট্রোল কিপ্যাড রয়েছে। যা এই মাইক্রোওভেন পরিচালনা ও পরিষ্কার করা সহজ করে তোলে।
অ্যামাজনের নবরাত্রির সেলে বিশেষ ছাড়, এই দামে পান AmazonBasics 30 L কনভেকশন মাইক্রোওয়েভ
৪ Redmi(50 inch) 4K Ultra HD Android Smart LED TV X50
নবরাত্রির আবহে আপনি যদি বড় টিভি কিনতে চান, তাহলে দেখতেই পারেন অ্যামাজনের নবরাত্রি সেল। যেখানে রেডমির 50 ইঞ্চির টিভি 32,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর স্টিকার প্রাইস 44,999 টাকা। এই টিভির রেজোলিউশন 4K আল্ট্রা এইচডি। গেমিং কনসোলের সঙ্গে এতে 3টি HDMI পোর্ট রয়েছে। ইউএসবি ডিভাইস সংযোগের জন্য রয়েছে ২টি ইউএসবি পোর্ট। এতে ডলবি অডিও ছাড়াও পাবেন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টারের মতো সমস্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশনের সাপোর্ট।
৫ Samsung 43 inch Frame series 4K Ultra HD Smart QLED TV
অ্যামাজনে নবরাত্রির সেলে স্যামসাংয়ের 43 ইঞ্চি স্মার্ট টিভিতেও পাবেন বিশেষ ছাড়। বিশেষ অফার প্রাইসে এই টিভি 59,990 টাকা পাওয়া যাচ্ছে। যার আসল দাম 89,900 টাকা। স্যামসাং 108 সেমি 43 ইঞ্চি ফ্রেম সিরিজ 4K আল্ট্রা এইচডি স্মার্ট QLED টিভিতে 4K আল্ট্রা এইচডি রেজোলিউশন রয়েছে। একটি সেট টপ বক্স, ব্লু-রে স্পিকার বা গেমিং কনসোল সংযোগের জন্য 4 টি HDMI পোর্ট ও একটি হার্ড ড্রাইভ বা USB ডিভাইস সংযোগের জন্য 2 টি USB পোর্ট রয়েছে এই টিভিতে। পাশাপাশি টিভিতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্সের সুবিধা। এছাড়াও অটো গেম মোড, গেম মোশন প্লাস, সুপার আল্ট্রা ওয়াইড গেম ভিউ ও গেম বারের বৈশিষ্ট্য রয়েছে এই ডিভাইসে। ওয়েব ব্রাউজার ও স্ক্রিন মিররিং-এর বিকল্পও রয়েছে এই টিভিতে। এতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টারের মতো সব জনপ্রিয় অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে। ডলবি ডিজিটাল প্লাস পাওয়ারফুল স্পিকার রয়েছে টিভিতে।
অ্যামাজনের নবরাত্রি সেলে Samsung 108 cm (43 inches) ফ্রেম সিরিজ পান অবিশ্বাস্য দামে, জেনে নিন অফার
৬ Eureka Forbes 7 Water Purifier
আপনার ঘরে যদি RO পরিবর্তন বা কম দামে ওয়াটার পিউরিফায়ার কিনতে হয় তবে অ্যামাজনের নবরাত্রির সেল দেখতে পারেন। এখানে বাজেটের মধ্যে ইউরেকা ফোর্বস 7 পেয়ে যাবেন। অ্যামাজনের নবরাত্রির সেলে বিশেষ ছাড় পাবেন আপনি।16,000 টাকা দামের এই ওয়াটার পিউরিফায়ার এখন মাত্র 8,499 টাকায় পাওয়া যাচ্ছে। এর জলের ট্যাঙ্কের ক্ষমতা 7 লিটার। এছাড়াও, এই স্মার্ট LED ইন্ডিকেটর রয়েছে, যাতে পাওয়ার অন, পিউরিফিকেশন অন ছাড়াও ট্যাঙ্কের পূর্ণ অবস্থা দেখা যায়।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়