(Source: Poll of Polls)
5G Phones Under Rs 15,000: ১৫ হাজারের মধ্যে ৫জি ফোন কিনবেন ভাবছেন? নজর রাখুন অ্যামাজনে, কোন কোন মডেল পাবেন?
Amazon Smartphones Summer Sale: অ্যামাজনের এই সেলে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ৫জি ফোন কেনা যাবে দেখে নিন সেই তালিকা।
5G Phones Under Rs 15,000: নতুন ফোন কিনবেন ভাবছেন? বাজেট যদি ১৫ হাজার (Smartphones Under Rs 15000) টাকা হয় তাহলে অ্যামাজনের স্মার্টফোনস সামার সেলে পাবেন দু'টি এমন মডেল যাদের ফিচার নজর কেড়ে নেবে আপনার। এই দুই ফোনই ৫জি ফোন (5G Phones), কিন্তু দাম ১৫ হাজার টাকার কম। অর্থাৎ এগুলি বাজেট ৫জি ফোন। অ্যামাজনের এই সেল চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। অতএব তাড়াতাড়ি কিনে ফেলুন সস্তায় ৫জি ফোন।
দেখে নেওয়া যাক এই তালিকায় কোন দুই ফোন রয়েছে
রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি
অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে ১০,৪৯৯ টাকায়। এরপরেও ক্রেতারা পাবেন ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে পাওয়া যাবে এই ছাড়। তাহলে ফোনের দাম কমে হবে ৯৪৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি ফোনে ডুয়াল সিম ৫, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্সের সাহায্যে।
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি
ভারতে এই ফোন সম্প্রতিই লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে ১৩,৭৯৯ টাকায়। এছাড়াও রয়েছে ১০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড অফার। এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে রয়েছে ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে এই ফোন পরিচালিত হয়। এছাড়াও রয়েছে One UI 6- এর সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে ১০০০ টাকার মধ্যে কোন কোন ইয়ারবাডস কেনা যাবে এখন? কোথা থেকে পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।