Earbuds: ভারতে ১০০০ টাকার মধ্যে কোন কোন ইয়ারবাডস কেনা যাবে এখন? কোথা থেকে পাবেন?
Earbuds Under Rs 1000: অ্যামাজনের এই সেলে ১০০০ টাকার মধ্যে বেশ কয়েকটি ইয়ারবাডস কেনা যাচ্ছে। এই তালিকায় কোন কোন মডেল রয়েছে, দেখে নিন।
Earbuds: ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) চলছে মেগা ইলেকট্রনিক ডে'জ সেল (Mega Electronic Days Sale)। গত ১১ এপ্রিল এই সেল শুরু হয়েছে এবং চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। ওয়ানকার্ডে (Onecard) কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও এইচএসবিসি (HSBC) এবং J&K ব্যাঙ্কের কার্ডে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট। এর পাশাপাশি হেডফোন, স্মার্টওয়াচ এবং ডেস্কটপের বিভিন্ন অ্যাকসেসরিজের ক্ষেত্রে স্পেশ্যাল ছাড় দিচ্ছে অ্যামাজন ইন্ডিয়া। এর ফলে অ্যামাজনের এই সেলে ১০০০ টাকার মধ্যে বেশ কয়েকটি ইয়ারবাডস কেনা যাচ্ছে। এই তালিকায় কোন কোন মডেল রয়েছে, দেখে নিন।
Fastrack Fpods FX100 Bluetooth TWS In-Ear Earbuds
এই ইয়ারবাডসের দাম এখন অ্যামাজনের ওয়েবসাইটে ৮৯৯ টাকা। কালো, নীল, সবুজ এবং সাদা রঙে এই ইয়ারবাডস কেনা যাবে। একবার পুরো চার্জ দিলে ৪০ ঘণ্টার রানটাইম পাওয়া যাবে এই ইয়ারবাডসে। এখানে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট। এছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। কোয়াড মাইক রয়েছে এই ইয়ারয়াবাডসে। সেখানে আবার রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। আর রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট।
boAt Immortal 121 in Ear TWS Earbuds
অ্যামাজনের এই সেলে বোটের এই ইয়ারবাডসের দাম ৯৯৯ টাকা। সীমিত সময়ের জন্য এই ডিল রয়েছে। তবে ক্রেতারা ব্যাঙ্ক অফার যোগ করে বোটের এই ইয়ারবাডস কম দামেই কিনতে পারবেন। কালো, গোলাপি, সবুজ এবং সাদা রঙে এই ইয়ারবাডস কেনা যাবে। এখানেও একবার পুরো চার্জ দিলে ৪০ ঘণ্টার রানটাইম পাওয়া যাবে। এই ইয়ারবাডসেও রয়েছে কোয়াড মাইক এবং তার মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। মাত্র ১০ মিনিট চার্জ দিলে বোটের এই ইয়ারবাডসে ১৮০ মিনিট মানে ৩ ঘণ্টার প্লেটাইম পাওয়া সম্ভব।
Boult Audio Z20 Truly Wireless Bluetooth Ear buds
অ্যামাজনের সেল থেকে বোটের এই ব্লুটুথ ইয়ারবাডস কেনা যাবে ৮৯৯ টাকায়। কালো, সবুজ, নীল এবং লাল রঙে কেনা যাবে এই ইয়ারবাডস। একবার পুরো চার্জ দিলে ৫১ ঘণ্টার রানটাইম পাওয়া যাবে। এখানে রয়েছে Zen ENC (এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন) মাইক ফাংশনের সাপোর্ট। ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে বোটের এই ইয়ারবাডসে। মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে ১০০ মিনিটের প্লেটাইম পাওয়া যাবে। এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে কেনা যাবে এই তিনটি ৫জি স্মার্টফোন, কোথা থেকে কিনতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।