BSNL Recharge Plan: মাসে ১০০ টাকারও কম খরচ, আনলিমিটেড কলিংয়ের সুবিধে ! BSNL-এর এই রিচার্জ প্ল্যান দেখেছেন ?
Mobile Recharge: বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানটি খুবই জনপ্রিয়। ৯৯৭ টাকার এই রিচার্জ প্ল্যানে আপনাকে দেওয়া হয় ১৬০ দিনের বৈধতার সুবিধে।

Mobile Recharge Plan: সরকারি সংস্থা বিএসএনএল অনেক সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে থাকে গ্রাহকদের। অন্যান্য বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা গত বছরের শেষদিকে রিচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর পর থেকে বহু গ্রাহক বিএসএনএলের (BSNL Recharge Plan) সঙ্গে যুক্ত হয়েছেন। এবারে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা (Mobile Recharge) গ্রাহকদের জন্য এমন এক প্ল্যান নিয়ে এসেছে যেখানে মাত্র ২০০ টাকা বেশি খরচ করে আপনি পেয়ে যাবেন গোটা এক বছরের বৈধতা, থাকবে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধেও।
জনপ্রিয় ৯৯৭ টাকার প্ল্যান
বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানটি খুবই জনপ্রিয়। ৯৯৭ টাকার এই রিচার্জ প্ল্যানে (BSNL Recharge Plan) আপনাকে দেওয়া হয় ১৬০ দিনের বৈধতার সুবিধে। এর সঙ্গে আপনি পাবেন রোজ ২ জিবি করে ডেটা, ১০০টি এসএমএসের সুবিধে। তবে এই প্ল্যানের থেকে মাত্র ২০০ টাকা বেশি দিলেই আপনি আরও বেশি সুবিধে পাবেন।
১১৯৮ টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে মাত্র ২০০ টাকা বেশি খরচ করলেই আপনি অতিরিক্ত ৬ মাসের বৈধতা পেয়ে যাবেন। অর্থাৎ মোট ১ বছরের জন্য বৈধতা থাকবে আপনার সিমে। অর্থাৎ এই মাসে রিচার্জ করলে আগামী বছর মার্চ (BSNL Recharge Plan) পর্যন্ত থাকবে বৈধতা। শুধু তাই নয়, কলিং ও এসএমএসেরও সুবিধে রয়েছে। ৩০০ মিনিট পর্যন্ত প্রতি মাসে ফ্রি কলিং, মাসে ৩ জিবি করে ডেটার সুবিধেও পেয়ে যাবেন আপনি এই রিচার্জ প্ল্যানে। আর মাসে ৩০টি করে এসএমএসের সুবিধে থাকছে গ্রাহকদের জন্য। যে সমস্ত গ্রাহকদের নিজেদের কানেকশন চালু রাখার দরকার, খুব বেশি ফোন করার দরকার নেই, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি সেরা বিকল্প। একবার রিচার্জ করে এক বছরের জন্য নিশ্চিন্ত হতে পারবেন আপনি। বারবার রিচার্জ করানোর চিন্তা নেই।
এছাড়া বিএসএনএলের ৩৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যাতে আপনি ১৫০ দিনের বৈধতা পাবেন। রিচার্জ করানোর প্রথম এক মাস পর্যন্ত যে কোনো নম্বরে আনলিমিটেড কলিংয়ের সুবিধে পাবেন গ্রাহক আর দিনে ২ জিবি ডেটা আর ১০০টি এসএমএস অফারও থাকছে সঙ্গে।
আরও পড়ুন: Mental Health: হঠাৎ করেই ঘুম ভাঙে, মাথার ভিতর প্রচণ্ড শব্দ হয় ? এই রোগের শিকার হননি তো ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
