এক্সপ্লোর
Mental Health: হঠাৎ করেই ঘুম ভাঙে, মাথার ভিতর প্রচণ্ড শব্দ হয় ? এই রোগের শিকার হননি তো ?
Exploding Head Syndrome: বয়স্ক মহিলাদের মধ্যেই বেশিমাত্রায় এই রোগ দেখা যায়। এমনকী কিছুক্ষেত্রে কলেজ পড়ুয়াদের ক্ষেত্রেও এই রোগের লক্ষণ দেখা গিয়েছে।

কী রোগের লক্ষণ এগুলি ?
1/9

কর্মজীবনে স্ট্রেসের কারণে অনেকেরই রাতের ঘুম উড়ে গিয়েছে। রাতে ভাল ঘুম না হওয়ায় তার প্রভাব পড়ে কাজের ক্ষেত্রেও।
2/9

অনেকেই এই কারণে তীব্র মাথাব্যথায় ভোগেন, আবার কারো কারো ক্ষেত্রে মাথার ভিতর অনেক জোরে জোরে শব্দ শোনা যায়।
3/9

আর এই কারণে রাতে সঠিক সময়ে ঘুমোতে গেলেও মাঝেমধ্যেই ঘুম ভেঙে যায়, কানের ভিতরে মাথায় ভিতরে নানারকম আওয়াজ শোনা যায়।
4/9

চিকিৎসার পরিভাষায় একে বলা হয় এক্সপ্লোডিং হেড সিনড্রোম। আবার অনেকে একে এপিসোডিক ক্রেনিয়াল সেনসরি শকও বলে থাকেন।
5/9

কেউ কেউ একে আবার প্যারাসোমনিয়াও বলে থাকেন। এই রোগে কল্পিত গলার স্বর শোনা যায়। এই লক্ষণ দেখলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
6/9

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের বক্তব্য অনুসারে অসচেতন মনের ভয় ও উদ্বেগ থেকে এই এক্সপ্লোডিং হেড সিনড্রোম দেখা দেয়।
7/9

বয়স্ক মহিলাদের মধ্যেই বেশিমাত্রায় এই রোগ দেখা যায়। এমনকী কিছুক্ষেত্রে কলেজ পড়ুয়াদের ক্ষেত্রেও এই রোগের লক্ষণ দেখা গিয়েছে।
8/9

এক্ষেত্রে হঠাৎ করেই মাথার ভিতরে বৈদ্যুতিন শকের মত অনুভূতি হয়, কানের মধ্যে সবসময় ঝিঁঝিঁ আওয়াজ শোনা যায়।
9/9

একাকিত্ব, হতাশা, অবসাদ বাড়তে থাকে এই বিশেষ স্নায়বিক রোগে। গভীর ঘুমও হঠাৎ করেই ভেঙে যায়।
Published at : 04 Mar 2025 12:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
