Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ প্রো ৫জি (Lava Blaze Pro 5G) ফোন। লাভা একটি ভারতীয় সংস্থা। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। লাভা ব্লেজ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে লাভা সংস্থার নতুন ৫জি ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। (Lava smartphone)


ভারতে লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। র‍্যাডিয়েন্ট পার্ল এবং স্টারি লাইট- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন ফোন। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে লাভা সংস্থার ই-স্টোর এবং অ্যামাজন থেকে। 


লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। তার উপরে রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সজ্জিত রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। 

  • লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের ইনবিল্ট ৮ জিবি র‍্যামের পরিমাণ ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি সেকেন্ডারি সেনসর। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন বা ইআইএস ফিচারের সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট সেনসর। এর সঙ্গে রয়েছে একটি স্ক্রিন স্ল্যাশ। 

  • লাভা ব্লেজ প্রো ৫জি ফোনে ইন্টারনাল স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি এবং তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ৪জি, ব্লুটুথ ৫.০, এফএম রেডিও, ওটিজি, ওয়াই-ফাই 802.11 b/g/n/ac, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, টাইপ-সি ইউএসবি পোর্ট। ইউজারদের অথেনটিফিকেশন জন্য ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্ট রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া যাবে স্টোরি, ইউজাররা স্টোরিতে দিতে পারবেন মিউজিক-রিঅ্যাকশন স্টিকার