Motorola Phones: মোটো জি৮৫ ৫জি ফোন ভারতে কী কী ফিচার নিয়ে লঞ্চ হতে পারে? কবেই বা লঞ্চ এই ফোনের?
Moto G85 5G: মোটো জি৮৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
Motorola Phones: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৫ ৫জি ফোন (Moto G85 5G)। মোটোরোলার এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ১০ জুলাই। মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Motorola G Series) এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। দেখে নেওয়া যাক মোটো জি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এইসব ফিচার এবং স্পেসিফিকেশন জানা গিয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। অতএব মোটো জি৮৫ ৫জি ফোন ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এটা নিশ্চিত। এবার দেখে নেওয়া যাক এই ফোনের প্রকাশ্যে আসা ফিচার এবং স্পেসিফিকেশন।
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
- মোটো জি৮৫ ৫জি ফোনের ওজন হতে চলেছে ১৭৫ গ্রাম। এই ফোন ৭.৫৯ মিলিমিটার পুরু হতে পারে। ভেগান লেদার ডিজাইন দেখা যাবে এই ফোনে। লঞ্চ হবে মোট তিনটি রঙে Cobalt Blue, Olive Green, Urban Grey- এই তিন শেডে।
- মোটোরোলার এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ থাকার কথা রয়েছে।
- অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে।
- মোটো জি৮৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে।
- এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও পাওয়া যাবে ডুয়াল স্টিরিও স্পিকার যেখানে Dolby Atmos সাপোর্ট রয়েছে।
- মোটো জি৮৫ ৫জি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
- একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ৯০ ঘণ্টা গান শোনা যাবে, প্রায় ৩৮ ঘন্টা কথা বলা যাবে ফোনে এবং ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন- কবে শুরু হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল? ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।