AI Tools: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে একমাসে চাকরি খুইয়েছেন প্রায় ৪০০০!

Tech Industry: মে মাসে প্রযুক্তি জাতীয় সংস্থায় কর্মরত প্রায় ৪০০০ কর্মী চাকরি খুইয়েছেন বলে শোনা যাচ্ছে।

Continues below advertisement

AI Tools: ক্রমশ জনপ্রিয় হচ্ছে ChatGPT-র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল (AI Tools)। একই সঙ্গে প্রযুক্তি সংক্রান্ত চাকরিক্ষেত্রে আতঙ্ক বাড়াচ্ছে ChatGPT-র মত বিষয়। এই তালিকায় রয়েছে আরও অনেক এআই টুল যেমন- Bard এবং Bing। এইসব কিছু লঞ্চের পর থেকেই মানুষের চাকরি খোয়ানোর সম্ভাবনা বাড়ছে। ২০২২ সালের নভেম্বর মাসে OpenAI লঞ্চ করেছিল তাদের টুল ChatGPT। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং। বিগত কয়েকমাসে এই তিনটি এআই টুল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আর সেখানে প্রযুক্ত বিশেষজ্ঞদের বেশিরভাগই আশঙ্কা করেছেন যে প্রযুক্তি সংক্রান্ত কর্মক্ষেত্রে মানুষের কাজ করার সুযোগ কমিয়ে দেবে এইসব AI tools। 

Continues below advertisement

ইতিমধ্যেই AI tools- এর দৌলতে চাকরি খুইয়েছেন প্রচুর মানুষ

মে মাসে প্রযুক্তি জাতীয় সংস্থায় কর্মরত প্রায় ৪০০০ কর্মী চাকরি খুইয়েছেন বলে শোনা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতেই চাকরি খুইয়েছেন তাঁরা। গতমাসে অর্থাৎ মে মাসে প্রায় ৮০ হাজার লোকের চাকরি খোয়া গিয়েছে। এর মধ্যে ৩৯০০ কর্মী চাকরি খুইয়েছেন এআই- এর কারণে। কারণ বিভিন্ন প্রযুক্তি সংস্থা বর্তমানে AI tools- এর উপরেই আস্থা রাখছেন। সেই সঙ্গে খরচ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক অবস্থা, সংস্থার পুনর্গঠন- এইসব কারণে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিজনেস ইনসাইডারের রিপোর্ট থেকে এইসব তথ্য জানা গিয়েছে। সেখানে আরও বলা হয়েছে এবছর অর্থাৎ ২০২৩ সালে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রায় চার লক্ষ মানুষ চাকরি খুইয়েছেন। 

OpenAI: বাজারে আসার পর থেকেই পড়ে গিয়েছিল আলোড়ন। চ্যাটজিপিটি (ChatGPT)বুঝিয়ে দিয়েছিল গুগল এখন অতীত কথা। আগামী দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ওপরই ভরসা রাখবে বিশ্ববাসী। রিপোর্ট বলছে, মাসে প্রায় ১০০ কোটি ইউনিক ইউজার পাচ্ছে চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই (OpenAI)। প্রতিদিনই ভাঙছে একের পর এক রেকর্ড। জনপ্রিয়তার নিরিখে বর্তমানে বিশ্বের ৫০টি সাইটের একটি ওপেনএআই (OpenAI)। সাম্প্রতিক একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই তথ্য। আমেরিকা ভিত্তিক SaaS Webflow ডিজাইন অ্যান্ড পারফরম্যান্স মার্কেটিং এজেন্সি VezaDigital-এর মতে, OpenAI-এর ওয়েবসাইট openai.com এক মাসের মধ্যে ৫৪.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে সিমিলারওয়েব (একটি ইসরায়েল-ভিত্তিক সফ্টওয়্যার ও ডেটা কোম্পানি) ডেটার ভিত্তিতে মার্চ মাসে সর্বাধিক মোট ভিজিটর সহ শীর্ষ ৫০টি ওয়েবসাইটের ট্রাফিক পরিসংখ্যান বিশ্লেষণ করেছে ৷ সেখানেই পাওয়া গিয়েছে এই তথ্য।

আরও পড়ুন- গরমের মরসুমে ঘামের কারণে চুলের চিটচিটে ভাব দূর করবেন কীভাবে?

Continues below advertisement
Sponsored Links by Taboola