Realme Earbuds: মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চলবে প্রায় ২ ঘণ্টা, রয়েছে টাচ কন্ট্রোল ফিচার, দাম কত?
Realme Buds T01 TWS Earbuds: রিয়েলমির নতুন ইয়ারবাডস দেশে কেনা যাবে ১২৯৯ টাকায়। কালো এবং সাদা রঙে রিয়েলমি বাডস টি০১ ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে।
Realme Earbuds: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ইয়ারবাডস (Realme Earbuds)। সম্প্রতি রিয়েলমি বাডস টি০১ (Realme Buds T01) লঞ্চ হয়েছে দেশে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। রিয়েলমি ১৩ ৫জি সিরিজের (Realme 13 5G Series) ফোনের সঙ্গে ভারতে এই নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা। একটি ইন-ইয়ার ডিজাইন রয়েছে রিয়েলমি বাডস টি০১ মডেলে। ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স পাবেন ইউজাররা। এই ইয়ারবাডস ওয়াটার অ্যান্ড সোয়েট প্রুফ। অর্থাৎ শরীরচর্চা করার সময় এই ইয়ারবাডস আপনি ব্যবহার করতে পারবেন। কারণ জল ও ঘামে সহজে রিয়েলমি বাডস টি০১ ইয়ারবাডস নষ্ট হবে না। এই ইয়ারবাডসে এআই ভিত্তিক এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। তার ফলে আশপাশের অতিরিক্ত কিংবা অপ্রয়োজনীয় শব্দে আপনার অসুবিধা হবে না। এই ইয়ারবাডস ব্যবহার করে রাস্তাঘাটে ফোনে কথা বলার সময় স্পষ্ট শব্দই শুনতে পারবেন আপনি। রিয়েলমি সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ২৮ ঘণ্টার প্লেব্যাক টাইম সাপোর্ট পাওয়া যাবে।
ভারতে রিয়েলমি বাডস টি০১ মডেলের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে এবং কোথা থেকে কেনা যাবে এই ইয়ারবাডস- জেনে নিন
রিয়েলমির নতুন ইয়ারবাডস দেশে কেনা যাবে ১২৯৯ টাকায়। কালো এবং সাদা রঙে রিয়েলমি বাডস টি০১ ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস অনলাইনে কেনা যাবে রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্ট ইন্ডিয়া থেকে।
রিয়েলমি বাডস টি০১ ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- এই ইয়ারবাডসে টাচ কন্ট্রোল ফিচারের সাপোর্ট রয়েছে। যদি ইয়ারবাডস ফোনে সংযুক্ত থাকে তাহলে টাচ কন্ট্রোলের সাহায্যেই ইউজার ফোনকল ধরতে কিংবা কাটতে পারবেন। এর পাশাপাশি আওয়াজ বাড়ানো-কমানোও করা যাবে এই টাচ কন্ট্রোলের সাহায্যেই।
- এছাড়াও ডবল ট্যাপ করলে গানের প্লেলিস্ট সাজানো যাবে এবং ট্রিপল ট্যাপ কিংবা লং প্রেস অর্থাৎ কিছুক্ষণ ইয়ারবাডসের উপরের অংশ ধরে রাখলেও প্লেলিস্ট অ্যাডজাস্ট করার সুবিধা পাওয়া যাবে।
- অ্যান্ড্রয়েড এবং আইওএস - দু'ধরনের ডিভাইসের সঙ্গেই রিয়েলমি বাডস ০১ সংযুক্ত করা যাবে। রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে এই ইয়ারবাডসে। গুগল ফাস্ট পেয়ার ফিচারের সাপোর্টও রয়েছে এই ইয়ারবাডসে।
- রিয়েলমি বাডস টি০১ - এই ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে প্রায় ৭ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ২ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে রিয়েলমির নতুন ইয়ারবাডস।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো টি৩ আলট্রা, কত দাম হতে পারে এই ফোনের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।