Redmi Smartphone: ১০ হাজার টাকার কমে পেতে পারেন রেডমির নতুন ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?
Redmi 12 5G: কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। ক্রিস্টাল গ্লাস ডিজাইন থাকারও সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে এতদিন রেডমি যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে আসন্ন ফোনেই সবচেয়ে বড় ডিসপ্লে থাকতে চলেছে।
Redmi Smartphone: ভারতে রেডমি ১২ ৫জি (Redmi 12 5G) ফোন লঞ্চ হতে চলেছে আগামী পয়লা অগস্ট। এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হবে বলেই শোনা গিয়েছে। এর পাশাপাশি ওই একই দিনে রেডমি ১২ ৪জি (Redmi 12 4G) ফোন লঞ্চের সম্ভাবনাও রয়েছে ভারতে। রেডমি ১২ ৫জি ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।
রেডমি ১২ ৫জি
- বড় সাইজের ডিসপ্লে থাকতে পারে এই ফোন। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে।
- ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রেডমি ১২ ৫জি ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ একটি ব্যাটারি।
- কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। ক্রিস্টাল গ্লাস ডিজাইন থাকারও সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে এতদিন রেডমি যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে আসন্ন ফোনেই সবচেয়ে বড় ডিসপ্লে থাকতে চলেছে।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকারও সম্ভাবনা রয়েছে। রেডমি ১২ ৫জি ফোনের র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে।
রেডমি ১২ ৪জি
- এই ফোনে একটি MediaTek G88 প্রসেসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।
- রেডমি ১২ ফোনের ৪জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
আইফোন ১৫ সিরিজ
শোনা যাচ্ছে, আইফোন ১৪ প্রো মডেলের থেকে আইফোন ১৫ প্রো মডেলের দাম প্রায় ১৭ হাজার টাকা বেশি হতে পারে। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই ফোনগুলি।
কবে লঞ্চ হতে পারে নতুন আইফোন সিরিজ
এবছর অর্থাৎ ২০২৩ সালে অ্যাপেল ইভেন্ট ১২ বা ১৩ সেপ্টেম্বর বলে শোনা গিয়েছে বেশ কয়েকটি সূত্রের মারফত। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। এর মাঝে আবার শোনা যাচ্ছে, সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসে নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ। তবে এইসব তথ্যই বিভিন্ন সূত্রের মাধ্যমে শোনা গিয়েছে। অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু ঘোষণা করেনি।
আরও পড়ুন- ভারতীয় ইউজারদের জন্য অ্যাকাউন্ট শেয়ারিং সীমিত করতে চলেছে ডিজনি সংস্থা, কেন এই নয়া নিয়ম?