300W Fast Charging: স্মার্টফোনে ফুল চার্জ হবে মাত্র ৫ মিনিটে! দুরন্ত ফাস্ট চার্জিং সাপোর্টের ফোন আনছে রেডমি
Fast Charging Support: স্মার্টফোনের ক্ষেত্রে ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট এখন বেশ জনপ্রিয় ফিচার। প্রায় সমস্ত কোম্পানিই তাদের স্মার্টফোনের ক্ষেত্রে এই ফিচার যুক্ত করে।
300W Fast Charging: রেডমি (Redmi) সংস্থা ঘোষণা করেছে একটি নতুন ফাস্ট চার্জিং টেকনোলজি (Fast Cahrging Technology) লঞ্চ করতে চলেছে তারা। এই নতুন চার্জিং সাপোর্টের নাম হবে ৩০০ ওয়াটের Immortal Second Charger। বলা হচ্ছে, এই নতুন চার্জিং ফিচারের সাহায্যে নাকি স্মার্টফোন ১০০ শতাংশ চার্জ সম্পন্ন হবে মাত্র ৫ মিনিটে। আধুনিক যুগে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। সেই সঙ্গে ইঁদুর দৌড়ের জীবনে আমাদের সকলের হাতেই সময় বেশ কম। তাই স্মার্টফোনে চার্জ দেওয়ার জন্য অনেকেই হয়তো অনেকক্ষণ সময় পান না। সেইজন্য ইউজারদের সুবিধার নিরিখে এই নতুন ফাস্ট চার্জিং ফিচার লঞ্চ করতে চলেছে রেডমি সংস্থা।
স্মার্টফোনের ক্ষেত্রে ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট এখন বেশ জনপ্রিয় ফিচার। প্রায় সমস্ত কোম্পানিই তাদের স্মার্টফোনের ক্ষেত্রে এই ফিচার যুক্ত করে। শোনা যাচ্ছে, রেডমি সংস্থার নতুন ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে একটি ৪১০০ এমএএইচ ব্যাটারিতে ১০ শতাংশ চার্জ দিতে সময় লাগবে ৪৩ সেকেন্ড। ৫০ শতাংশ চার্জ হবে ২ মিনিট ১৩ সেকেন্ডে। আর ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৫ মিনিটে।
রিয়েলমির স্মার্টফোন
রিয়েলমি জিটি নিও ৫ ফোনে রয়েছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট। এর সাহায্যে এই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনে ২০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৮০ সেকেন্ড, ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪ মিনিট এবং ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। মাত্র ২০ সেকেন্ড চার্জ দিলে এই ফোনে প্রায় ২ ঘণ্টা কথা বলা যাবে।
ওয়ানপ্লাসের ফোল্ডেবল ফোন
ইতিমধ্যেই একাধিক সংস্থা তাদের ফোল্ডেবল ফোন বিশ্বের এবং ভারতের বাজারে লঞ্চ করে ফেলেছে। এই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং এবং চিনের কোম্পানি ওপ্পো। মোটোরোলার ফোল্ডেবলও ফোনও রয়েছে। শোনা যাচ্ছে, এবার ফোল্ডেবল ফোন লঞ্চের দিকে এগোতে চলেছে ওয়ানপ্লাস সংস্থাও। তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হতে পারে চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে। এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ বা ফোনের মডেল সম্পর্কে কিছুই জানা যায়নি। শুধু শোনা গিয়েছে, ২০২৩ সালের থার্ড কোয়ার্টারে ওয়ানপ্লাস সংস্থা তার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩- এ একথা ঘোষণা করেছে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ।