Redmi Note 11T 5G: ১৭ হাজারে ফ্ল্যাগশিপ ফিচার, নতুন ফোন রেডমির

Redmi Note 11T 5G: তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই হ্যান্ড সেট। ফোনের বেস ভ্যারিয়েন্ট 6GB+64GB (1GB পর্যন্ত বাড়ানো যেতে পারে)এই ভ্যারিয়েন্ট। বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,০০০ টাকা।

Continues below advertisement

Redmi Note 11T 5G: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রেডমি। মিড সেগমেন্টের এই ডিভাইসে পাবেন ফ্ল্যাগশিপ ফোনের ফিচার। ১৭ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন Redmi Note 11T 5G-র বেস ভ্যারিয়েন্ট।

Continues below advertisement

Redmi Note 11T 5G: ফোনের ভ্যারিয়েন্ট ও দাম
তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই হ্যান্ড সেট। ফোনের বেস ভ্যারিয়েন্ট 6GB+64GB (1GB পর্যন্ত বাড়ানো যেতে পারে)এই ভ্যারিয়েন্ট। এর পরে রয়েছে 6GB + 128GB (যা 2GB পর্যন্ত বাড়ানো যাবে)। এ ছাড়াও ফোনের 8GB +128GB (3GB পর্যন্ত সম্প্রসারণযোগ্য) ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। যা যথাক্রমে 16,999 টাকা, 17,999 টাকা ও 19,999 টাকায় পাওয়া যাবে।

Redmi Note 11T 5G: ফোনের রং
এই নতুন নোট সিরিজে অ্যাকুয়ামেরিন ব্লু, স্টারডাস্ট হোয়াইট ও ম্যাট ব্ল্যাক রঙে পাওয়া যাবে। ডিজাইন ও রঙের দারুণ মিশেল এই ফোন। স্বাভাবিকভাবেই নোট সিরিজের ডিজাইন ল্যাঙ্গোয়েজ অনুসরণ করেছে Redmi Note 11T 5G।

Redmi Note 11T 5G:ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোন দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। সঙ্গে পাবেন ৯০ হার্টজের রিফ্রেস রেট। ফোনে রয়েছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন। ফলে সামান্য হাত থেকে পড়লেই ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ার চান্স কম। ফোনে ব্যবহার করা হয়েছে 6nm-এর MediaTek Dimensity 810 চিপসেট। ৫০০০ এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। সঙ্গে পাবেন ডুয়েল রেয়ার ক্যামেরা সেট আপ। 

Redmi Note 11T 5G: ক্যামেরা কেমন ফোনে ?
ফোনে প্রাইমারি ক্যামেরা হিসাবে ৫০ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে পাবেন ৮ মেগার আল্ট্রা ওয়াইড শ্যুটার। লেটেস্ট ক্যামেরা মোড হিসাবে পাবেন Kaleidoscope, Slow-Motion, Time-Lapse video, Night Mode-এর ফিচার। 
SmartPhone Tips: ফোনে বিরক্ত করছে বিজ্ঞাপন ! এই সহজ পথে বন্ধ করুন অ্যাড

Apple Update: অ্যাপলের এই সিদ্ধান্তে টেক বিশ্বে হৈ চৈ, 'ক্ষতির মুখে' পড়বে এরা !

Continues below advertisement
Sponsored Links by Taboola