Samsung Galaxy M55 5G: ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি, কেনার পরিকল্পনা থাকলে আগে দেখে নিন দাম ও ফিচার
Samsung Galaxy M Series 5G Phone: স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
Samsung Galaxy M55 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) ৫জি ফোন (5G Phone) গ্যালাক্সি এম৫৫ ৫জি। স্যামসাংয়ের এই ফোন লঞ্চ হয়েছে গ্যালাক্সি এম৫৪ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি (Samsung Galaxy M55 5G) ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। তিনটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। কেনা যাবে দু'টি রঙে। স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনের দাম, কোথা থেকে এবং কী কী রঙে কেনা যাবে, দেখে নিন
স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ১ ২জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে যার দাম ৩২,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ডেনিম ব্ল্যাক এবং লাইট গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED Plus ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে Android 14-based One UI 6.1- এর সাহায্যে।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত আছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। আর রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি সাপোর্ট।
আরও পড়ুন- গরমে এসি চালালেও আকাশছোঁয়া ইলেকট্রিক বিল আসবে না বাড়িতে, রইল সহজ কিছু টিপস
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।