Mobile Users In India: দিনে দিনে বদলে যাচ্ছে পরিস্থিতি। প্রতি বছর গড়ে আরও বেশি সময় মোবাইলে দিচ্ছেন ব্যবহারকারীরা। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে 'মোবাইল অ্যাপ অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম'-এর বিশেষ সমীক্ষায়।
Smartphones Users Data: কী বলছে এই সমীক্ষা ?
অ্যাপ অ্যানির নতুন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীরা ২০২১ সালে প্রতিদিন গড়ে ৪.৭ ঘণ্টা তাদের ডিভাইস ব্যবহার করেছেন। ২০২০ সালে এই ব্যবহারের গড় সময় ছিল ৪.৫ ঘণ্টা। ২০১৯ সালে এই সময় ছিল ৩.৭ ঘণ্টা। সমীক্ষা বলছে, চলতি বছরের জুন ত্রৈমাসিকে (Q2) ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীরা ইতিমধ্যে অ্যাপে দিনে ৪ ঘণ্টার বেশি সময় ব্যয় করেছেন। আগামী দিনে এই গড় সময় অনেকটাই বেড়ে যাবে।
Mobile Users Data: কোভিডের পর কি বেড়েছে ব্যবহার ?
মোবাইল অ্যাপ অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির গবেষণায় দেখা গিয়েছে, লকডাউনের সময় মোবাইলে অতিরিক্ত সময় কাটাতেন ব্যবহারকারীরা। যদিও কোভিড পরবর্তী পর্যায়েও কোনওভাবেই তাদের মোবাইলের ব্যবহার কমেনি। পরিসংখ্যান বলছে, ব্যবহারকারীদের স্মার্টফোনে ব্যয় করা সময় আগের থেকে দ্বিগুণ হয়েছে।
Smartphones Users Data: কোন দেশ কত ঘণ্টা মোবাইলে ?
সমীক্ষা রিপোর্ট বলছে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিলের গ্রাহকরা এখন মোবাইল অ্যাপে দিনে ৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন। সেখানে মোট ১৩টি অঞ্চলের ব্যবহারকারীরা (ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, রাশিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন) এখন প্রতিদিন ৪ ঘণ্টার বেশি সময় গড়ে মোবাইলে ব্যবহার করে। দিন-দিন বেড়েই চলেছে এই দৈনিক ব্যবহারের সময়।
Mobile Users Data: এই দেশগুলিতে বিশেষ প্রভাব
রিপোর্টে দেখা গিয়েছে, এই অঞ্চলগুলি মোবাইল ব্যবহারে বিশেষ নজর কেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে সিঙ্গাপুরে মোবাইল ব্যবহারের সময় ৪.১ থেকে ৫.৭ ঘণ্টা হয়েছে। অস্ট্রেলিয়ায় এই সংখ্যাটা ৩.৬ ঘণ্টা থেকে ৪.৯ ঘণ্টা হয়েছে। উভয় দেশেই মোবাইলে সময় ব্যয়ের গড় ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ভারত শীর্ষ ২০টি মোবাইল বাজারের মধ্যে দ্বিতীয় ছিল। প্রায় ২৭ বিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়েছে ভারতে থেকে।