Vodafone Recharge Plan: এই দুটি প্ল্যানের মেয়াদ কমাল ভোডাফোন, টান পড়বে পকেটে ?
Vodafone Recharge Plan Validity: ভোডাফোন আইডিয়ার ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কমানো হয়েছে। আগে এই প্ল্যানে আপনি ৭৭ দিনের মেয়াদ পেতেন, কিন্তু এখন থেকে এই প্ল্যানের মেয়াদ কমে হয়েছে ৬৪ দিন।
Vodafone Idea: ভোডাফোন আইডিয়া টেলিকম অপারেটর সংস্থা এবার তাদের গ্রাহকদের বড় ধাক্কা দিল। দুটি বড় বড় রিচার্জ প্ল্যানের মেয়াদ (Mobile Recharge Plan) কমিয়ে আনল ভোডাফোন। ৬৬৬ টাকার এবং ৪৭৯ টাকার যে রিচার্জ প্ল্যান এতদিন চলছিল ভোডাফোনে (Vodafone Recharge Plan), তার মেয়াদ এবার কমিয়ে এনেছে ভোডাফোন। বিগত জুলাই মাসেই এই মেয়াদ কমানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে। তবে এবার ফের একবার একইরকম সিদ্ধান্ত নিল ভোডাফোন। ৪৭৯ টাকার এবং ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ কত কমানো হল ?
তবে ভোডাফোনের তরফে জানানো হয়েছে এই টেলিকম অপারেটরের গ্রাহকরা দিনে এখনও ১ জিবি করেই ডেটা পাবেন। এমনকী আনলিমিটেড কলিংয়ের সুবিধেও পাবেন। FUP ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের স্পিড কমে আসবে ৬৪ কেবিপিএসে।
৬৬৬ প্ল্যানের ভ্যালিডিটি
ভোডাফোন আইডিয়া সংস্থার পক্ষ থেকে এর ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কমানো হয়েছে। আগে এই প্ল্যান মোবাইলে ভরালে আপনি ৭৭ দিনের মেয়াদ পেতেন, কিন্তু এখন থেকে এই প্ল্যানের মেয়াদ কমে হয়েছে ৬৪ দিন। তবে এই প্ল্যানের সমস্ত বেনিফিট আগের মতই আছে। এই রিচার্জ প্ল্যান নিলে আপনি দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন, এর মাধ্যমে গ্রাহকরা ডেটা রোল আউটের সুযোগও পাবেন। একইভাবে ভোডাফোন আইডিয়া সংস্থা তাদের ৪৭৯ টাকা রিচার্জ প্ল্যানেও এনেছে বদল। এই প্ল্যানের মেয়াদ আগে ছিল ৫৬ দিন, সেখানে সেই মেয়াদ কমিয়ে আনা হয়েছে ৪৮ দিনে।
সমস্যায় পড়বেন গ্রাহকরা
এই বছরেই সমস্ত বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে পরপর। আর কিছু কিছু সংস্থা দাম একই রেখেছে, কিন্তু প্ল্যানের মেয়াদ ও সুবিধে খানিক কমিয়েছে। সেইভাবেই এবার মোবাইলে রিচার্জ করাতে পকেটে টান পড়ছে গ্রাহকদের। ভোডাফোনের এই মেয়াদ কমানোর কারণেও গ্রাহকদের খরচ বাড়বে অনেকটাই। এই দুটি প্ল্যানই গ্রাহকদের সবথেকে বেশি পছন্দের ছিল। এর ফলে সংস্থার সামগ্রিক গ্রাহকের উপর প্রভাব পড়তে পারে এই মেয়াদ কমানোর কারনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Stocks to buy: FMCG স্টক কেনার আদর্শ সময় ! ডাবর ছাড়াও এখন কিনুন এই শেয়ারগুলি