Mask Compulsory in Tripura: আগামীকাল থেকেই বাধ্যতামূলক হচ্ছে মাস্ক, বড় সিদ্ধান্ত সরকারের
Mask Wearing in Tripura: রাত পোহালেই বাধ্যতামূলক হচ্ছে মাস্ক।প্রশাসনিক স্তরে বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত।
প্রসেনজিৎ সাহা, আগরতলা (ত্রিপুরা) : আগামীকাল থেকে ত্রিপুরায় বাধ্যতামূলক হচ্ছে মাস্ক ( Mask Compulsory in Tripura) ব্যবহার। চেন্নাইয়ের পর এবার মাস্ক বাধ্যতামূলক হচ্ছে ত্রিপুরাতেও। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি হেঁকেছে। তারপরই কোভিড বিধি মেনে চলার বিষয়ে কড়া নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব। সোমবার প্রশাসনিক স্তরে বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত।
আরও পড়ুন, কী ভেবেছে মেট্রো রেল ? শিয়ালদহ মেট্রো উদ্বোধনে তোপ কুণাল-ফিরহাদদের
প্রসঙ্গত, গোটা দেশেই ফের কোভিড সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। এবং সেই তালিকায় এবার ত্রিপুরাও। আর এইকারণেই এবার কড়া পদক্ষেপ নিল চেন্নাই প্রশাসন। মূলত, কোভিড পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সতর্কতা জারি করা হয়েছে। এবার তাই রাত পেরোলেই মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে ত্রিপুরায়। ত্রিপুরা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। চার জুলাই ছিল ১.৭৯ % , দশ জুলাই দাঁড়িয়েছে ৭.১২%। পাশাপাশি বাড়ানো হবে নমুনা পরীক্ষার সংখ্যা। কোভিড বিধি মেনে চলার বিষয়েও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব। আজ প্রশাসনিক স্তরে বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, জুলাইয়ের ৬ তারিখ থেকে চেন্নাইয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে চেন্নাইয়ে প্রশাসন সাফ জানিয়েছে, মাস্ক না পড়লেই মাশুল গুণতে হবে সাধারণ মানুষকে। দিতে হবে পাঁচশো টাকা। ইতিমধ্যেই কোভিড আধিক্যের জন্য চেন্নাইয়ের অফিস, মল-সহ যাবতীয় পাবলিক প্লেসে বিশেষ করে এই কড়া নজরদারি চালু করা হয়েছে। কারণ এই এলাকাগুলিতেই সামাজিক দূরত্ব লঙ্ঘন হওয়ার পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত এই জোনগুলিতে অতিমাত্রায় কোভিড সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়। যেহেতু কোভিডের মিউটেশনের জেরে, তার আরও সম্ভাবনা বেড়ে গিয়েছে। তবে মাস্ক পরলে কোভিড সংক্রমণটা অনেকাংশেই রোধ করা সম্ভব।
বিস্তারিত আসছে...
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )