৭টায় বাংলা (৩): রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৮২, মৃত ১১৮
রাজ্যে এক দিনে করোনায় ১১৮ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৮২। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১ হাজার ৬৬৪। মৃত্যু হয়েছে ২৮ জনের। কলকাতায় ৭৮৬, মৃত ২৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সাড়ে ৭২ হাজারের বেশি করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সংক্রমণের হার ১১ শতাংশের কম। রাজ্যে এক দিনে সুস্থ হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ।
করোনার নতুন তিন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কমাতে হবে টিকার ব্যবধান। দুটি ডোজের ব্যবধান না কমালে নতুন প্রজাতিকে রোখা সম্ভব নয়। প্রয়োজনে দিতে হতে পারে বুস্টার ডোজ। সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটের নতুন গবেষণায় এই তথ্য উল্লেখ করা হয়েছে। করোনা ভ্যাকসিন ফাইজারের উপর করা ল্যানসেটের গবেষণায় প্রকাশিত হয়েছে এই তথ্য। ব্রিটেনে টিকা-ব্যবধান ১২ সপ্তাহ থেকে কমিয়ে ৮-৮ সপ্তাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার নতুন তিন প্রজাতি আলফা, ডেলটা ও বিটা।
সরকারি হাসপাতালে মিউকরমাইকোসিসের চিকিৎসায় ব্যবহৃত জীবনদায়ী ওষুধ কার্যত অমিল। স্বাস্থ্যভবনে চিঠি পাঠিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কবে মিলবে ওষুধ, নেই সদুত্তর। দ্রুত লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি পাঠানোর আবেদন জানানো হয়েছে। মিউকরমাইকোসিসে আক্রান্তদের সুস্থ করতে এই ওষুধের বিকল্প নেই।
খোলা বাজারে বিক্রি করা যাবে না মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন। কিনতে পারবে শুধুমাত্র হাসপাতাল এবং নার্সিংহোমগুলি। সরকার নির্দিষ্ট সাতটি সংস্থা থেকেই ইঞ্জেকশন কিনতে হবে। প্রেসক্রিপশনের ভিত্তিতে এই ইঞ্জেকশন কেনা যাবে না।
করোনা আবহে মালদায় গঙ্গায় ভেসে আসা ২টি দেহ ঘিরে আতঙ্ক। আজ সকালে ভূতনি থানা এলাকার কেশবপুরে ভেসে আসে দেহ দুটি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে করোনা আক্রান্তের দেহ। করোনা আক্রান্তের দেহ কিনা খতিয়ে দেখা হবে, আশ্বাস জেলাশাসকের।