এক্সপ্লোর
হাসপাতালের ‘ভুলে’ নথিতে করোনা রোগীর ‘মৃত্যু’, শ্রাদ্ধের আগে ফিরে এলেন বাড়িতে
দু’দিন আগেও হাসপাতালের নথিতে যিনি করোনায় মৃত ছিলেন, সেই তিনিই শ্রাদ্ধের আগে বাড়ি ফিরলেন! কিন্তু, কীভাবে ঘটল এই ঘটনা? করোনা আক্রান্ত হয়ে একইদিনে বলরাম বসু সেবামন্দির কোভিড হাসপাতালে ভর্তি হন খড়দার বাসিন্দা মোহিনীমোহন মুখোপাধ্যায় ও বিরাটির বাসিন্দা শিবদাস বন্দ্যোপাধ্যায়। রাতে ২ জনকেই রেফার করা হয় বারাসাতের কোভিড হাসপাতালে। কিন্তু, সূত্রে খবর, অবস্থা সঙ্কটজনক হওয়ায় শেষপর্যন্ত বারাসাতে স্থানান্তরিত করা হয় মোহিনীমোহনকে। অভিযোগ, তখনই তাঁর সঙ্গে চলে যায় শিবদাসের ভর্তি সংক্রান্ত নথি। শিবদাস পরিচয়ে বারাসাতের কোভিড হাসপাতালে ভর্তি হন মোহিনীমোহন। সেই অনুযায়ী, ১৩ নভেম্বর তাঁর মৃত্যুসংবাদ পায় শিবদাসের পরিবার। দেহ সৎকারও হয়ে যায়। অন্যদিকে, গতকাল হাসপাতাল থেকে ছাড়া পান করোনা মুক্ত শিবদাস। তখনই জানাজানি হয় গোটা ঘটনা। গোটা ঘটনায় খড়দার কোভিড হাসপাতালের কর্মীদের গাফিলতিকেই দায়ী করেছে স্বাস্থ্য দফতর।
করোনাকালে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলছে তৃণমূল সরকার। । প্রতিটি ক্ষেত্রে সত্য আড়ালের চেষ্টা হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের।
করোনা মোকাবিলায় মোদি সরকারই পুরোপুরি ব্যর্থ। ওদের এখনই পদত্যাগ করা উচিত, আক্রমণ তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের।
করোনাকালে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলছে তৃণমূল সরকার। । প্রতিটি ক্ষেত্রে সত্য আড়ালের চেষ্টা হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের।
করোনা মোকাবিলায় মোদি সরকারই পুরোপুরি ব্যর্থ। ওদের এখনই পদত্যাগ করা উচিত, আক্রমণ তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের।






























