৭টায় বাংলা (৩): "কেন হঠাৎ আমার প্রতি আচরণ বদলে যায়? বলতে পারবে নুসরত", জবাব নিখিল জৈনের
বিবাহ-বিতর্কে নুসরতকে (Nusrat Jahan) জবাব নিখিল জৈনের (Nikhil Jain)। আইনজীবী মারফৎ বিবৃতি জারি করে নিখিল জানিয়েছেন '২০১৯-র জুনে তুরস্কে গিয়ে নুসরতকে বিয়ে করেছিলাম। নুসরতের সঙ্গে বিয়ের পরে কলকাতায় রিসেপশন হয়েছিল। স্বামী-স্ত্রী হিসাবেই আমরা একসঙ্গে ছিলাম। সমাজে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু অল্প দিনের মধ্যেই নুসরতের আচরণ বদলে গিয়েছিল। ২০২০-র অগাস্টে একটি ফিল্মের শ্যুটিংয়ের সময় আচরণ বদলায় তাঁর। কেন হঠাৎ আমার প্রতি আচরণ বদলে যায়, বলতে পারবে নুসরতই। বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরত। নুসরতের বাইরে যাওয়া নিয়ে নানা তথ্য সামনে আসতে শুরু করে। নুসরতের সম্পর্কে নানা খবর আসার পরেই নিজেকে প্রতারিত মনে হতে থাকে। ২০২০-র ৫ নভেম্বর সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যান নুসরত। সমস্ত জিনিস, কাগজপত্র নিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে যায় নুসরত।'
করোনার ভ্যাকসিন নিয়ে ট্যুইটে মমতাকে নিশানা হর্ষবর্ধনের। ট্যুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, 'একটা ডোজও দিতে না পেরে, দায় চাপিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। মহামারীর সময় কৃতিত্ব নিতে চাইলে নিন, কিন্তু জনগণকে সুরক্ষিত রাখুন। বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচিতে সাহায্য করুন।'
মেদিনীপুরের সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত পঞ্চায়েতের তিন সদস্য দল বদল করায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে গেরুয়া শিবির। অনাস্থা আনা হবে বলে জানিয়েছে তৃণমূল।
বীরভূমের নানুরে বাড়ির সামনেই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। গাড়ি ও বাইক ভাঙচুর, আহত আরও ৩ বিজেপি কর্মী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মানতে নারাজ শাসক দল।